রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ১১:৫৪:৩২

মাত্র ৫ টাকায় বিক্রি হচ্ছে বাঁধাকপি

মাত্র ৫ টাকায় বিক্রি হচ্ছে বাঁধাকপি

এমটিনিউজ২৪ ডেস্ক : দিনাজপুরের বিরামপুরে মৌসুমের শেষ ভাগে এসে প্রতিটি বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫ টাকায়। এতে স্থানীয় কৃষকেরা লোকশানে পড়েছে। তবে দাম কম হওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে অনেকটা স্বস্তি ফিরে এসেছে।

আজ রবিবার সকালে উপজেলার দেশমা হাট এলাকায় রাস্তার পাশে স্তুপ করে ৫ টাকা পিস হিসেবে কপি বিক্রয় করতে দেখা গেছে। ওই বিক্রেতার নাম আনোয়ার হোসেন। তিনি বিরামপুর পৌরশহরের হাবিবপুর এলাকার বাসিন্দা।

আনোয়ার জানান, তার প্রায় ১ বিঘা জমিতে দাম বেশি পাওয়ার আশায় মৌসুমের শেষ ভাগে কপি রোপন করেন। কিন্তু এখন সেই কপি তার গলার কাটা হয়েছে। বাজারে নাম মাত্র মূল্যে তাকে কপিগুলো বিক্রি করতে হচ্ছে। কখনো ৫টাকা আবার কখনো ৬-৭টাকায় বিক্রি হচ্ছে কপি। এতে তার প্রায় ১০ থেকে ২০ হাজার টাকা লোকশান গুনতে হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, এবার উপজেলায় ১ হাজার ২৮০ হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে। এর মধ্যে ফুলকপি ৩.২৮হেক্টর এবং বাঁধাকপি ৪.১৮হেক্টর চাষ হয়েছে।

আব্দুর রহিম নামের এক কপি ক্রেতা বলেন, ‘পাঁচ টাকা করে ২০ টাকায় ৪টি বাঁধাকপি নিলাম। বর্তমান বাজারমূল্যের ভেতর এরচেয়ে আর কমদামে পণ্য পাওয়া কঠিন। সব সবজির দাম যদি এমন হতো তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো।

আসলাম নামের এক কৃষক বলেন, ‘বাজারে সবজির যে দাম তাতে করে আমাদের চলা দায় হয়েছে। ৫০০ টাকা নিয়ে বাজারে আসলে ব্যাগ ভরে না। তারপরেও আমাদের কষ্ট করে চলতে হয়।’

বিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস বলেন, ‘এখন আসলে রবি মৌসুম শেষের দিকে। চলমান রোজা, তার ওপর কিছুটা পোকার আক্রমণ হচ্ছে। বিশেষ করে মৌসুম শেষ হওয়ায় এমনটা হচ্ছে। আমাদের এই এলাকায় চাহিদার চেয়ে বেশি সবজি আবাদ হয়, যা কিনা এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে