বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭, ০৯:০৪:৩১

বন্যায় দিনাজপুরে তিন দিনে ১০ শিশুসহ নিহত ২৭

বন্যায় দিনাজপুরে  তিন দিনে ১০ শিশুসহ নিহত ২৭

দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলার বিভিন্ন স্থানে বন্যার পানিতে ডুবে নিখোঁজ হওয়া আরও ৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এনিয়ে জেলায় চলতি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ জনে, যার মধ্যে ১০ জনই শিশু।

১৫ আগস্ট মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত ওই তিন জনের মরদেহ উদ্ধার করা হয়।
বন্যার পানিতে ডুবে মৃতরা হলেন- গড়বাড়ী গ্রামের মুলিয়া মুরমু (৬৭), রাণীপুকুর ইউপির ছোট চৌপুকুরিয়া গ্রামের মোলানীয়া পাড়ার শরিফ উদ্দীনের ছেলে আব্দুস সাত্তার (৬৫) ও পলাশবাড়ী ইউপির ভুতিগাঁও গ্রামের আফছার আলীর ছেলে মফিজুর রহমান (২০)।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, মৃতরা সবাই পানিতে ডুবে মারা গেছেন। এদের মধ্যে সোমবার পানিতে ডুবে নিখোঁজ মুলিয়া মুরমুরের মরদেহ উদ্ধার হয়। এছাড়া আব্দুস সাত্তার ও মফিজুর রহমান বন্যার পানির স্রোতে তলিয়ে গিয়ে মারা যান।

উল্লেখ, গত তিনদিনে বিভিন্ন সময়ে বন্যায় দিনাজপুরে ২৭ জন মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১০ জনই শিশু। এছাড়া আরও দুইজন এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজদের সন্ধানে রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল কাজ করছে। তবে এখনও নিখোঁজদের সন্ধান পায়নি উদ্ধারকর্মীরা।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে