শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭, ০৫:২৩:৪০

ছাত্রদের বেশি বেশি বই পড়ায় মনোযোগি হতে হবে: রিমি এমপি

ছাত্রদের বেশি বেশি বই পড়ায় মনোযোগি হতে হবে:  রিমি এমপি

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিশাল ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি দুপুরে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পার্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সিমিন হোসেন রিমি এমপি।

উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল কাইয়ূম ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  রাশেদুল হক সৈকতের পরিচালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগ সভাপতি আলহাজ¦ মোঃ মোতাহার হোসেন মোল্লা, ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি রাজীব আহমেদ রাসেল, মাহফুজুর রহমান রাসেল, কেন্দ্রীয় নেতা তাজুল ইসলাম, শেখ জসিম উদ্দিন, মাজহারুল ইসলাম লেলিন, মানিক হোসেন, সাইফুল ইসলাম সোহাগ, গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন শাওন, সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন, কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি  মাহমুদুল হাসান মামুন,  সাধারণ সম্পাদক মাসুম প্রধান প্রমুখ।

স্থানীয় এমপি সিমিন হোসেন রিমি বলেন, নেশা ও মাদকমুক্ত সমাজ গড়তে ছাত্রদের বেশি বেশি বই পড়ায় মনোযোগি হতে হবে। মানুষের মস্তিস্কের মেধা বাড়ে বই পড়লে। তাই মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগের হাতে বই তুলে দেন।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, ২০১৭ সালে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে ছাত্রলীগকে ঝাঁপিয়ে পড়তে হবে। ছাত্র-যুবকরাই আগামী দিনের শক্তি। আগামীর বাংলাদেশ গঠনে ছাত্র-যুবকদেরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

মোতাহার হোসেন মোল্লা বলেন, ছাত্রলীগ করতে গিয়ে অনেকবার হামলার স্বিকার হয়েছি তারপরও ছাত্রলীগ ছাড়িনি। গরীব দু:খী মানুষের জন্য ছাত্রলীগকে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।       
২৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে