শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:১০:১৭

ময়মনসিংহ মহাসড়ক অবরোধ-ভাঙচুর

ময়মনসিংহ মহাসড়ক অবরোধ-ভাঙচুর

গাজীপুর : গাজীপুর মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় সড়ক দুর্ঘটনায় মুনিরা (৩০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। তিনি একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।

শনিবার সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনার জের ধরে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং ময়লার ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার অশোক কুমার পাল বলেন, সকালে কুনিয়া তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল ওই নারী পোশাক শ্রমিক। এ সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

শ্রমিক নিহতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা উত্তেজিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়িতে ভাঙচুর চালায় এবং ময়লার গাড়িতে অগ্নিসংযোগ করে।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখায় যানচলাচল বন্ধ রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে