রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭, ০২:৫৮:৪৪

রামপালে বিদ্যুৎকেন্দ্র নিয়ে আরেকবার ‘মুক্তিযুদ্ধের’ হুমকি রিজভীর

রামপালে বিদ্যুৎকেন্দ্র নিয়ে আরেকবার ‘মুক্তিযুদ্ধের’ হুমকি রিজভীর

নিউজ ডেস্ক : সুন্দরবনের কাছে রামপালে সরকার বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে গেলে দেশপ্রেমিক জনগণ আরেকটি মুক্তিযুদ্ধ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এছাড়া গণমাধ্যম সুন্দরবন বাঁচানোর এই আন্দোলনে অবদান রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।

রবিবার দুপুরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এসব কথা বলেন। সুন্দরবনের রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করেন রিজভী।

তিনি বলেন, ‘দাভোসে প্রধানমন্ত্রী রামপাল নিয়ে যা বলেছেন, তাতে মনে হচ্ছে সরকার প্রধান জাতীয় ও আন্তর্জাতিক সব বিশেজ্ঞদের অভিমতকে থোড়াই কেয়ার করেন। দেশকে দোজখে পরিণত করার লক্ষ্য পূরণই হচ্ছে তার পরিকল্পনা। রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কারণে সুন্দরবনের ক্ষতির বাস্তবতাটি সবার কাছে পরিষ্কার৷ সরকারের উচিত সত্যকে স্বীকার করে এই প্রকল্প থেকে সরে আসা। ওই বৈঠকে প্রধানমন্ত্রী যে তথ্য দিয়েছেন. তা সঠিক নয়।’

রিজভী বলেন, প্রতিবাদের পরও সরকার প্রকল্পটি নির্মাণে দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন। এটা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে প্রভুদের খুশি করা মাত্র।
২২ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে