বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮, ০৯:০৯:৫৫

জীবিত শিশুকে মৃত ঘোষণা তদন্ত করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

জীবিত শিশুকে মৃত ঘোষণা তদন্ত করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জীবিত নবজাতককে মৃত ঘোষণা এবং পরে ওই শিশুর মৃত্যুর ঘটনায় তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে এবং তদন্তে কারো দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় মন্ত্রী বলেন, ঢাকা মেডিকেলে যে ঘটনা ঘটেছে, তা তদন্ত করে তিনদিনের রিপোর্ট দেওয়া হবে। আজকে আমরা একটি তদন্ত কমিটি করেছি। তদন্তে কেউ যদি ব্যক্তিগতভাবে দায়ী থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক নবজাতককে মৃত ঘোষণার পর আজিমপুর কবরস্থানে গোসল করানোর সময় নড়ে ওঠায় তাকে নিয়ে শিশু হাসপাতালে ভর্তি করে তার পরিবার।

সেইদিনই জীবিত শিশুকে মৃত ঘোষণার অভিযোগ তদন্তে ঢাকা মেডিকেলের সহকারী পরিচালক বিদ্যুৎ কান্তি পালকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি করে হাসপাতাল কর্তৃপক্ষ। অবশ্য সোমবার গভীর রাতেই শিশু হাসপাতালের আইসিইউতে মারা যায় শিশুটি।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে