মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮, ১০:৩৬:৩০

টিউশনির টাকায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন জেমস

টিউশনির টাকায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন জেমস

নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে সর্বকনিষ্ঠ মনোনয়নপ্রত্যাশী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জেমসের বর্তমান বয়স ২৭। আওয়ামী লীগের যে ৪ হাজার ২৩ জন মনোনয়ন নিয়েছেন তাদের মধ্যে সবচেয়ে ছোট তিনি।

মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল জাতীয় সংসদের সদস্য হওয়া। এ জন্য কলেজ জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে যোগদান করি। এইচএসসির প্রথম বর্ষ থেকেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে যাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা অবস্থায় জগন্নাথ শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলাম। পড়াশোনার পাশাপাশি টিউশনি করি। সে টিউশনির টাকা জমিয়ে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। কোতোয়ালি, চকবাজার, বংশাল ও লালবাগ এলাকা নিয়ে গঠিত ঢাকা-৭ আসন। আর এই ঢাকা-৭ আসন থেকেই আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন জেমস।

জবি থেকে রসায়নে মাস্টার্স করেছেন জেমস। মাস্টার্স পাস করে চাকরি না খুঁজে সরাসরি রাজনীতি করতে আসার পিছনে কারণ জানতে চাইলে তিনি বলেন, রাজনীতি তো প্রফেশন হতে পারে না। চাকরি বা ব্যবসা যে কোনো একটা অবশ্যই শুরু করব। কিন্তু তার আগেই নির্বাচনের সময় চলে এলো। -জাগো নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে