নিউজ ডেস্ক : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জের আলোচিত সেই শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ঢামেকের মেডিসিনি বিভাগে গিয়ে তাকে হত্যা করা হবে বলে শুক্রবার রাতে ফেসবুকে হুমকি দেওয়া হয়। এর প্রেক্ষিতে শনিবার রাত থেকেই হাসপাতালে নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে।
ওই ফেসবুক পোস্টে বলা হয়, ‘ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের ৬০১ নম্বরে ওয়ার্ডে গিয়ে শ্যামল কান্তিকে হত্যা করা হবে। একই সঙ্গে তার মুত্যু কীভাবে নিশ্চিত করা হবে তার নানা কৌশলও উল্লেখ করা হয়। তার মাথার পেছন, ঘাড় এবং শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে খুন করা হবে বলে ফেসবুকের বিবরণে তুলে ধরা হয়। ‘সালাউদ্দিনের ঘোড়া’ নামের ফেসবুক পেইজে তন্ময় কর্মকার নামে এক ব্যক্তি তার নাম উল্লেখ করে আরো বলেন, প্রয়োজনে তাকে ওই ওয়ার্ডে গিয়ে হত্যা করা হবে।
এদিকে শনিবার দুপুর থেকে শ্যামল কান্তির নিরাপত্তা আরো জরদার করেছে শাহবাগ থানা পুলিশ। ডাক্তার-নার্স ও পরিবারের সদস্যদের ছাড়া অপরিচিত কাউকেই ওয়ার্ডে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তার ওয়ার্ডের বাইরে শাহবাগ থানার তিন পুলিশ সদস্য অবস্থান করছেন।
শনিবার রাতে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ঢামেকে চিকিৎসাধীন শিক্ষক শ্যামল কান্তির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ডাক্তার-নার্সদের শনাক্ত করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে।
২২ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম