বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬, ০৯:৪৮:৩৯

আম্পায়ারদের সিদ্ধান্তে জয় পেল ইংল্যান্ড, হতাশ পাক ক্রিকেটাররা

আম্পায়ারদের সিদ্ধান্তে জয় পেল ইংল্যান্ড, হতাশ পাক ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক: সবকিছুতে এগিয়ে ছিলো পাকিস্তান। কিন্তু ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের অবস্থা যে নাজুক দেখা গেলো সে চিত্র। পাকিস্তানের সাবেক দলনেতা মোহাম্মদ হাফিজ শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলছেন।

নিজের আসর রুপ হারিয়েছেন তিনি। বিগত কয়েকটি ম্যাচ ধরেই ব্যর্থতার বৃত্তে তিনি। পাকিস্তান ও ইংল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচে জেসন রয় ও জো রুটের জোড়া অর্ধশতকে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে পাকিস্তানের বিপক্ষে ৪৪ রানের সহজ জয় পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড।

আর এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মরগানের নেতৃত্বাধীন দল। বুধবার সাউদাম্পটনে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক আজহার আলী।  

আজহার আলী সারজিল খানকে নিয়ে ওপেনিংয়ে নামেন। মোহাম্মদ হাফিজের জায়গায় খেলেছেন আজহার। তিনি ৮২ রানের ইনিংস খেলেছেন। কিন্তু ভালো করতে পারেনি সারজিল ও হাফিজ।

সারজিল ব্যক্তিগত ১৬ ও হাফিজ ১১ রান করে আউট হন। পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান সরফরাজ আহমদ দলীয় দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেন। বাবর আজম করেন ৪০ রান।

৫০ ওভারের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২৬০ রান। ইংল্যান্ড ইনিংসের ৩৪ ওভার শেষে বৃষ্টির জন্য আধা ঘণ্টা খেলা বন্ধ থাকে। খেলা শুরু হলে তাদের নতুন লক্ষ্য দাঁড়ায় ৪৮ ওভারে ২৫২ রান। কিন্তু মাত্র তিন বল খেলা হওয়ার পর আবার বৃষ্টি নামলে সেখানেই ম্যাচের সমাপ্তি হয়।

৩৪.৩ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৯৪ রান। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জয়ের জন্য তখন তাদের দরকার ছিল ১৫১ রান। সে সময় মর্গ্যান ৩৩ ও বেন স্টোকস ১৫ রানে অপরাজিত ছিলেন।  

ইংল্যান্ড দলকে জয়ী ঘোষণা করা হয়। বৃষ্টি পাকিস্তানের হারের জন্য কিছুটা কারণও বটে! কেননা পাকিস্তান যে কোনো সময় ম্যাচে ফিরে আসার সক্ষমতা রাখার টিম। বৃষ্টি বাধায় হতাশ হয় পাকিস্তান। এমন কন্ডিশনে আম্পায়ারদের কঠিন সিদ্ধান্তে পাকিস্তানের বিপক্ষে জয় পেল ইংল্যান্ড।
২৫ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে