বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬, ১০:২১:৪৩

সাফের পরবর্তী আসর বাংলাদেশে

সাফের পরবর্তী আসর বাংলাদেশে

স্পোর্টস ডেস্ক : সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের(সাফ) পরবর্তী আসর অনুষ্ঠিত হবে বাংলাদেশে। আগামী বছরের ২৫ ডিসেম্বর শুরু হয়ে এই আসর চলবে ৫ জানুয়ারি পর্যন্ত।

সাফের সভাপতি কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে বৃহস্পতিবার কলম্বোয় অনুষ্ঠিত নির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই ফুটবল টুর্নামেন্ট প্রথমবারের মত বাংলাদেশ আয়োজন করেছিল ২০০৩ সালে। চমক দেখিয়ে সেবারই প্রথম ও শেষবারের মতো শিরোপা জিতেছিল লাল-সবুজরা। এর ছয় বছর পর ২০০৯ সালে দ্বিতীয়বারের মতো সাফ ফুটবলের আয়োজন করে বাংলাদেশ। সেবার সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল স্বাগতিকরা। আট বছর পর আবারো সাফ ফুটবল আয়োজনের সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় আরো সিদ্ধান্ত হয়েছে, চলতি বছর ডিসেম্বরে ঢাকায় হবে সাফ ক্লাব কাপ ফুটবল। এছাড়া এ বছরেই অনুষ্ঠিত হবে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ। তবে এর ভেন্যু চূড়ান্ত হবে আগামী ২৬ সেপ্টেম্বরের পরবর্তী সভায়।
২৫ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে