বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৬, ০১:২৫:২৫

‘তোমরা আমাদের মাফ করে দাও, মা’

‘তোমরা আমাদের মাফ করে দাও, মা’

স্পোর্টস ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে কলসিন্দুরের নারী ফুটবলাররা বাংলাদেশের ফুটবলে ইতিহাস তৈরি করেছেন। এমন সাফল্যে প্রধানমন্ত্রী থেকে করে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ যখন তাদের প্রশংসা করছেন; ঠিক তখনই চারম অপমানের শিকার হলেন তারা। লোকাল বাসে বাড়ি ফিরতে গিয়ে চরম লাঞ্ছনার মুখে পড়তে হয় তাদের।

এমন ঘটনার পর দেশের জন্য সুনাম বয়ে আনা এসব সোনার মেয়েদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া এখন আর কোনো উপায় নেই এ দেশের মানুষের।

এ নিয়েই ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন সাংবাদিক মীর মাসরুর জামান।

‘তোমরা আমাদের মাফ করে দাও, মা!' শিরোনামে তিনি লিখেছেন, ‘তোমরা আমাদের গর্বিত করেছ আর আমরা তোমাদের অপমান করেছি। দেশের প্রধানমন্ত্রী ছেলেদের বলেছেন, তোমাদের অনুসরণ করতে। ছেলেরা তোমাদের উত্যক্ত করেছে।

দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলে তোমরা সবচেয়ে বড় সাফল্য এনে দিয়েছ। আমরা শুধু মুখে মুখে তোমদের বীরের সম্মান দিয়েছি। পত্রিকা-ইন্টারনেটে লিখেছি। টক শো’তে আলোচনা করেছি। নিজেরা বাহবা কুড়িয়েছি। মন থেকে তোমাদের কথা ভাবিওনি।

তাই ফেরার সময় কেউ তোমাদের খোঁজও রাখিনি। তোমরা মেয়ে। তোমরা ময়মনিসংহের ধোবাউড়ার কলসিন্দুর গ্রামের মানুষ। তোমরা লোকাল বাসে ফিরবে। মানুষ তোমাদের টিজ করবে। এ আর নতুন কী? ... মায়েরা, যদি দয়া কর, একবার তোমাদের সামনে নত হতে চাই।’
৮ সেপ্টম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে