বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৬, ০২:২৮:৩০

১০৬ দিন পর ফিরলেন নেইমার, শক্তি বাড়লো মেসিদের

১০৬ দিন পর ফিরলেন নেইমার, শক্তি বাড়লো মেসিদের

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলকে অলিম্পিকে অধরা সোনা জেতান নেইমার। পাঁচবারের বিশ্বকাপ জয়ীদের স্বর্ণ জিতিয়ে সফল একটি মিশন শেষে ফিরছেন তিনি। দেখতে দেখতে ১০৬ দিন। এবার হাত মেলাবেন মেসির সাথে।  

গত মৌসুম শেষে বার্সেলোনা ছেড়েছিলেন নেইমার। আবার ক্যাম্প ন্যুতে ফিরেছেন তিনি। ১০৬ দিন পর বার্সায় ফিরলেন নেইমার, আর তাকে শক্তি বাড়লো মেসিদের।

নেইমারের হাত ধরেই নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো অলিম্পিকে সোনা জয়ের স্বাদ পায় ব্রাজিল। ঘরের আঙ্গিনায় চেনা দর্শকের সামনে অলিম্পিকে স্বর্ণ জয়, ফুটবল প্রেমীদের হৃদয়ে জায়গা করে নিতে এর চেয়ে বড় উপলক্ষ্য আর কি হতে পারে।

অধরা সেই সোনা জয়ের পর বিশ্বকাপ বাছাইয়েও  উজ্জ্বল ছিলেন নেইমার। ইকুয়েডর এবং কলম্বিয়ার বিপক্ষে সেলেসাওদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ২৪ বছর বয়সি এই তারকার।

গ্রীষ্মকালীন অবকাশ, ঘরের মাঠের অলিম্পিক এবং বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের হয়ে প্রতিনিধিত্ব করার পর দীর্ঘ বিরতি শেষে আবারও বার্সেলোনায় ফিরেছেন নেইমার।

ক্লাব ফুটবলের বিরতিতে ১০৬ দিনের দীর্ঘ ছুটি শেষে আপন আঙ্গিনা ক্যাম্প ন্যুতে ফিরেছেন নেইমার। বার্সার আক্রমনভাগের অপর দুই সেনানী লুইস সুয়ারেজ এবং লিওনেল মেসি আগেই ফিরেছেন। এবার নেইমার যোগ দেওয়ায় পুরো শক্তি নিয়েই মাঠে নামতে পারবে বার্সা।

আবারও বার্সায় ফেরা নিয়ে নেইমার জানান, ‘আবারও বার্সেলোনায় ফিরতে পেরে আমি আনন্দিত। শনিবার বার্সার ম্যাচে আমি মাঠে নামতে পারি।
৮ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে