বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:১৮:৪৮

এই বোলার মহাশয় তার শেষ দশ বলে দিয়েছেন ৪০ রান

এই বোলার মহাশয় তার শেষ দশ বলে দিয়েছেন ৪০ রান

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট দিন দিন নির্দয় হয়ে উঠছে বোলারদের উপর। টি২০ আসার পর থেকে বোলারদের ওপর অত্যাচার কম হচ্ছে না। টি২০ ক্রিকেটে নির্দয়তায় সবচেয়ে বড় শিকার বোধহয় ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস।

আরও পড়ুন- ম্যাক্সওয়েলের ১৪৫ রানের ঝড়ে টি২০-তে সর্বোচ্চ রান অস্ট্রেলিয়ার। এপ্রিলে ইডেন গার্ডেনে টি২০ বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে বল করতে এসে পরপর চারটে ছক্কা হজম করেন স্টোকস। তারপর ক দিন ক্রিকেট থেকে বিশ্রাম নেন ইংল্যান্ডের অলরাউন্ডার। পাঁচ মাস পর আবার আন্তর্জাতিক টি২০ খেলতে নামলেন স্টোকস।

ম্যানচেস্টারে পাকিস্তানের বিরদ্ধে একমাত্র টি২০ ম্যাচে স্টোকস সেই মার খেলেন। দু ওভারে দিলেন ২০ রান। এই ম্যাচে প্রথম ওভারে স্টোকস দেন ১৬ রান। তার মধ্যে শেষ তিন বলে হজম করেন দুটো বাউন্ডারি, একটা ওভার বাউন্ডারি। আর তাঁর খেলা শেষ টি২০ ম্যাচে ইডেনে ওভারের শেষ চার বলে দিয়েছিলেন ২৪ রান। মানে সেই সময় স্টোকস টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ১০ বলে দিয়েছেন ৪০ রান। দিলেন ৫টা ওভার বাউন্ডারি। পরের ওভারে অবশ্য মাত্র চার দেন।

এই ম্যাচে দারুণ জয় পেল পাকিস্তান। ওয়ানডে সিরিজে ১-৪ বিশ্রি হারের পর ইংল্যান্ড সফরের শেষ ম্যাচটা ভাল খেলল পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ডকে ১৩৫ রানে আটকে রাখেন পাক বোলাররা। দারুণ বল করেন ইমাদ ওয়াসিম (২/১৭), ওয়াহাব রিয়াজ (৩/১৮)। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার শার্জিল খান (৫৯), খালিদ লাতিফ (৫৯ অপরাজিত) ১০৭ রানের পার্টনারিশপ করে দলের জয় নিশ্চিত করেন। ১৪.৫ ওভারে ১ উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান।-২৪ ঘণ্টা
৮ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে