রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ১১:২৮:৫৮

এক হ্যাটট্রিসহ ভারতের বিপক্ষে বাংলাদেশের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ

এক হ্যাটট্রিসহ ভারতের বিপক্ষে বাংলাদেশের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: পিছিয়ে নেই বাংলাদেশ। শুধু ক্রিকেট কেন এবার অন্য ফরমেটে ভারতে জবাব দিয়েছে বাংলাদেশ। বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। এক হ্যাটট্রিসহ ভারতের বিপক্ষে বাংলাদেশের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ।

আশরাফুল ইসলামের হ্যাটট্রিকে ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দল। উদ্বোধনী ম্যাচে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারতকে ৫-৪ গোলে হারিয়েছে স্বাগতিকরা।

ভারতের সঙ্গে বাংলাদেশের লড়াই। হোকনা সেটা হকি টার্ফে। বাংলাদেশের প্রতিপক্ষ যখন ভারত তখন তা একটা বাড়তি উত্তেজনা থাকবেই। ম্যাচের তৃতীয় মিনিটেই গোল উৎসব করার সুযোগ এসে ছিলো যুবাদের সামনে।

তবে এ পর্যায়ে বেঁচে গেলেও ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সফররত শিবিরে প্রথম আঘাত হানে আশরাফুল ইসলাম। তবে ২০ মিনিটে ধারমিন্দর সিংয়ের গোলে সমতায় ফেরে ভারত। পাঁচ মিনিট পর গোল করে ভারতকে ২-১ লিড এনে দেন কনজেংবাম।

এরপর ২৭ মিনিটে আবারো পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে ২-২ এ গোলে সমতায় ফেরান আশরাফুল। ৩৮ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণের সাথে দলকে ৩-২ গোলে লিড এনে দেন আশরাফুল। এরপর হারদিক সিংয়ের গোলে সমতায় ফেরে ভারত। ৫০ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন রাব্বী। ৫২ মিনিটে আবারো সমতায় ম্যাচ। ভারতের হয়ে গোল করেন দিলপ্রিত সিং।

৬২ মিনিটে আবারো নায়ক আশরাফুল। নিজের চতুর্থ গোল করে দলকে ৫-৪ এর জয় এনে দেন। সব মিলিয়ে ভারতকে চতুর্থবারের মতো হারালো বাংলাদেশ, তবে প্রতিবেশীদের গোল পোস্টে গুনে গুনে পাঁচ গোল দেয়ার উৎসব এটিই প্রথম।

সঙ্গে  আছে পেনাল্টি স্পেশালিষ্ট আশরাফুলের হ্যাটট্রিক। দেশের হকি পাড়ায় এর চেয়ে সুখের সংবাদ আর কি হতে পারে। মঙ্গলবার `এ` গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
২৫ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে