রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬, ০৭:০০:৪৭

হতাশ টাইগারদের বোলিং কোচ ওয়ালশ!

হতাশ টাইগারদের বোলিং কোচ ওয়ালশ!

স্পোর্টস ডেস্ক: সাকিবের প্রতি দলের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। কিন্তু সেই আশার প্রতিদান তিনি দিতে পারেননি মোটেও। দিনের দ্বিতীয় বলেই বিস্ময় জাগানিয়া এক শটে আউট সাকিব আল হাসান। দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার ওভাবে আউট হওয়ায় হতাশ বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

৩১ রান নিয়ে দিন শুরু করেছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের রান ছিল ৫ উইকেট ২২১। অন্তত ৫০ রানের লিড চাইছিল দল, ভরসা ছিল সাকিবের ব্যাট। কিন্তু দিনের দ্বিতীয় বলেই মইন আলিকে বেরিয়ে এসে তেড়েফুড়ে মারতে গিয়ে স্টাম্পড সাকিব। সেই ধাক্কা সামলাতে না পেরে বাংলাদেশ গুটিয়ে গেছে আড়াইশর নীচে।

দিন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন ওয়ালশ। বোলিং কোচের মতে, ওই সময় সাকিবের আউট চাপে ফেলে দেয় অন্যদের।

“এটা ছিল হতাশাজনক। অনেক বড় প্রত্যাশা নিয়ে সে আজকে মাঠে এসেছিল। সে জানত যে তাকেই মূল ভূমিকা পালন করতে হবে।”

“গতকাল খুব ভালো ব্যাট করছিল। তবে আজকে নতুন দিন, নতুন করে শুরুর পালা। দুর্ভাগ্যজনকভাবে সে প্রথম ওভারেই আউট হয়ে গেল। সেটা অন্য ব্যাটসম্যানদের অনেক চাপে ফেলে দিয়েছিল।”

সেই হতাশা সরিয়ে অবশ্য বল হাতে দারুণ করেছেন সাকিব। নিয়েছেন ৫ উইকেট। ওয়ালশের আশা, দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতেও পুষিয়ে দেবেন এই অলরাউন্ডার।

“যদি দ্বিতীয় ইনিংসে আমাদের হয়ে ওর ব্যাটিংয়ে নামতে হয়, ও আবার খুব ভালো ব্যাটিং করবে।”
২৩ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে