সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬, ১১:৫২:১৬

সাব্বিরকে অন্তত গালি না দেই

সাব্বিরকে অন্তত গালি না দেই

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ১৫ মাস পর টেস্ট খেলতে নেমে ইংল্যান্ডের মত দলকে নাকানি-চুবানি খাওয়ানো তো আর চাট্টিখানি কথা নয়। দীর্ঘ ১৫ মাস পর টেস্ট খেলতে নেমে ইংল্যান্ডের মত দলকে নাকানি-চুবানি খাওয়ানো তো আর চাট্টিখানি কথা নয়।

ম্যাচটা শেষমেশ হেরেই গেল বাংলাদেশ। ২৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে পঞ্চম দিন সকালে অল আউট হওয়ার আগে করলো ২৬৩। সকালে খেলা হল মাত্র তিন ওভার তিন বল। বেন স্টোকসের মাত্র তিন বলের মধ্যে ফিরে গেলেন তাইজুল ইসলাম ও শফিউল ইসলাম।

২২ রানের হার নিয়ে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শেষ করলো বাংলাদেশ। ম্যাচ শেষে পঞ্চম দিন সকালে বাংলাদেশের অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

বলা হচ্ছে, ওভারের শেষ বলে কেন সিঙ্গেল নিতে দিয়ে তাইজুলকে স্ট্রাইক বদলালেন সাব্বির? কেনোই না ঠিক এর আগের ওভারের প্রথম বলেই সিঙ্গেল নিলেন ডান-হাতি এই ব্যাটসম্যান?

নি:সন্দেহে সিদ্ধান্তটা সাব্বিরের একার নয়। পুরো একটা রাত এটা নিয়ে অবশ্যই দলের মধ্যে বিস্তর আলোচনা চলেছে। কোচ আর অধিনায়ক নিশ্চয়ই বলেছেন পজিটিভ অ্যাপ্রোচ ধরে রেখে খেলতে। আর পিচের যে অবস্থা তাতে, এমন পজিটিভ অ্যাপ্রোচ ছাড়া কোনো উপায়ও নেই।

এর চেয়েও বড় ব্যাপার হল, বাংলাদেশ শেষ টেস্ট খেলেছেন ২০১৫ সালের জুলাই-আগস্টে। দীর্ঘ ১৫ মাস পর টেস্ট খেলতে নেমে ইংল্যান্ডের মত দলকে নাকানি-চুবানি খাওয়ানো তো আর চাট্টিখানি কথা নয়। যে দলটা আগে দুর্বল জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতার অভিজ্ঞতা রাখে তারা কি লড়াইটাই না লড়লো।

এমন ভুতূরে পিচে পঞ্চম দিনে টেনে নিয়ে গেল টেস্ট ম্যাচটা। হারের ব্যবধানটাও তো খুব বড় নয়। মাত্র ২২ রান। এই ম্যাচে কেন আমরা সাব্বিরকে কাঠগড়ায় তুলবো?

আর সাব্বির তো এবারই প্রথম টেস্টের মঞ্চে নামলেন। প্রথম ইনিংসে ইংলিশ পেসের সামনে খুব একটা সুবিধা করতে পারেননি। তারপরও করেছেন ১৯ রান। নিজেদের দ্বিতীয় আর ম্যাচের চতুর্থ ইনিংসে সাব্বির তো রীতিমত রেকর্ডই করে ফেলেছেন।

১২ বছরের পুরনো এক রেকর্ড ভেঙে ফেলেছেন তিনি। ২০০৪ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষিক্ত ক্রিকেটার হিসেবে চতুর্থ ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংসটি খেলছিলেন প্রয়াত মানজারুল ইসলাম রানা। ৩১ রানের সেই ইনিংসটাকে পেছনে ফেলেছেন সাব্বির।

অভিষেক টেস্টের চতুর্থ ইনিংসে এমন একটা ইনিংস খেলা পৃথিবীর বড় বড় ব্যাটসম্যানদের পক্ষেও অসম্ভব। মানুন আর নাই মানুন সাব্বিরের ৬৪ রানের অপরাজিত এই ইনিংসটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে চিরকাল!-খেলাধুলা
২৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে