বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর, ২০১৬, ০৯:৪৪:৪০

ফিফা বর্ষসেরা একাদশ ঘোষণা, আর্জেন্টিনার জয়জয়কার

ফিফা বর্ষসেরা একাদশ ঘোষণা, আর্জেন্টিনার জয়জয়কার

স্পোর্টস ডেস্ক: এবারের ফিফার বর্ষসেরা একাদশ নির্বাচনের স্পেনের ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের জয়-জয়কার। বিশেষ করে আর্জেন্টিইন খেলোয়াড়দের জয়জয়কারই বেশি।

৫৫ জনের যে তালিকা আপাতত ঘোষণা করা হয়েছে, তাতে এই দুই দলের ১১ জন করে খেলোয়াড় আছেন। এই ১১ জনের মধ্যে চিলির ৩ জন খেলোয়াড় জায়গা পেয়েছেন।
 
আর এক সিরিয়ালে ৫জনই জায়গা পেয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনার খেলোয়াড়। পর্তুগাল দল থেকে জায়গা পেয়েছেন কেবল দুজন—রোনালদো আর পেপে। আফ্রিকার একমাত্র খেলোয়াড় হিসেবে প্রাথমিক দলে আছেন পিএসজির আইভোরিয়ান ডিফেন্ডার সার্জ অরিয়ের।

আগামী ৯ জানুয়ারি ফিফা বর্ষসেরা পুরস্কার রাতে সেরা একাদশ ঘোষণা করা হবে। নিজ নিজ পজিশনে সবচেয়ে বেশি ভোট পাওয়া খেলোয়াড়দের নিয়ে গড়া হবে ফিফা-ফিফপ্রো একাদশ।

রিয়াল, বার্সেলোনা আর অ্যাটলেটিকো মাদ্রিদ মিলিয়ে প্রায় অর্ধেক খেলোয়াড়ই স্পেনের শীর্ষ লিগের। ১২—৫৫ জন খেলোয়াড় এসেছেন ১২টি ক্লাব থেকে। লা লিগা, বুন্দেস লিগা, প্রিমিয়ার লিগ, সিরি ‘আ’ আর ফ্রেঞ্চ লিগ ওয়ান—ইউরোপের শীর্ষ এই পাঁচ লিগের বাইরের কোনো খেলোয়াড় দলে নেই।
০১- ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে