শুক্রবার, ০২ ডিসেম্বর, ২০১৬, ০৬:১৮:৫৬

মেসির দাম ২০০ মিলিয়ন, রোনালদোর ৯৪ মিলিয়ন

 মেসির দাম ২০০ মিলিয়ন, রোনালদোর ৯৪ মিলিয়ন

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগায় আগামীকাল পরস্পর মোকাবিলায় নামছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। ইতিহাসের সবচেয়ে দামি এল ক্লাসিকো দ্বৈরথের আখ্যা পাচ্ছে লড়াইটি।

দলবদলে রিয়াল-বার্সার সম্ভ্যাব্য শুরুর একাদশের খেলোয়াড়দের মোট মূল্য ১০৪৯ মিলিয়ন ইউরো। এ অঙ্কটা বেড়ে যেতে পারতো অনেকটা। লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুসকেটস, লুকাস ভাসকেজের মতো ফুটবলাররা দুই ক্লাবের ‘একাডেমি বয়’ হওয়ার কারণে তাদের মূল্য ধরা হয়নি।

রিয়াল মাদ্রিদ দলের বিনিয়োগটা ৬১৩.৪ মিলিয়ন ইউরো। এতে রোনালদোর দাম ৯৪ মিলিয়ন, গ্যারেথ বেল ৯১ ও হামেস রদ্রিগেজের পেছনে রিয়াল মাদ্রিদ বিনিয়োগ করেছে ৮০ মিলিয়ন ইউরো। নিজস্ব একাডেমির খেলোয়াড় নিয়ে বার্সেলোনার মোট মূল্যটা অপেক্ষাকৃত কম।

যদিও আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ২০০ মিলিয়ন ইউরো দাম ধরে রেখেছে তার ক্লাব বার্সেলোনা। উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজকে লিভারপুল থেকে দলে ভেড়াতে বার্সেলোনার গুনতে হয় ৮১ মিলিয়ন ইউরো।

ক্রোয়াট মিডিফিল্ডার ইভান রাকিটিচের পেছনে তাদের ব্যয় ১৮ মিলিয়ন ইউরো। মৌসুমের প্রথম এল ক্লাসিকোর দ্বৈরথ গড়াচ্ছে  বার্সেলোনার মাঠে। ন্যু ক্যাম্প মাঠে খেলা শুরু আগামীকাল রাত সোয়া ৯টায়।
০২ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে