শুক্রবার, ০২ ডিসেম্বর, ২০১৬, ১১:৩৬:২৯

মাশরাফির কাছে হেরে যা বললেন মাহমুদউল্লাহ

মাশরাফির কাছে হেরে যা বললেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক: টানা তিন ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে খুলনা টাইটানস।  লিগ পর্বের শেষ ম্যাচটি তাদের জন্য অলিখিত ফাইনাল হয়ে উঠেছে! তাই রবিবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে শেষ ম্যাচটিতে অগ্নি পরীক্ষায় বসতে হবে খুলনাকে। ম্যাচটিতে হেরে গেলে রংপুর ও রাহশাহীর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।

রাজশাহী একটি ম্যাচ ও রংপুর দুটি ম্যাচ জিতলে খুলনার সঙ্গে সমান ১২ পয়েন্ট নিয়ে শেষ চারে যাওয়ার লড়াইয়ে থাকবে। সেক্ষেত্রে এই তিন দলের মধ্যে নেট রান রেটে যে এগিয়ে থাকবে, সেই যাবে টুর্নামেন্টের শেষ চারে।

এদিকে, আজ শুক্রবার মাশরাফির কুমিল্লার কাছে হেরে মিরপুরের হোম অব ক্রিকেটে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে মাহমুদউল্লাহ বলেন,টপ অর্ডার পারছে না।’ আজ আমাদের রান কম হয়েছে। আরো ২০-২৫ রান হওয়া দরকার ছিল। তাছাড়া প্রতি ম্যাচেই টপ অর্ডারের ব্যর্থতায় পরে রান কম হচ্ছে। ফিল্ডিং-টা আমাদে ঠিকই আছে। সমস্যা ব্যাটিং নিয়ে।

পুরো টুর্নামেন্টে আপনাদের সর্বোচ্চ দলীয় স্কোর ১৫৭, এর বেশি হচ্ছে না! প্রসঙ্গটি মনে করিয়ে দিলে মাহমুদুল্লাহকে প্রশ্ন করা হয় দলের কম্বিনেশন কি পরিবর্তন করার পরিকল্পনা করেছেন? জবাবে খুলনার অধিনায়ক বলেন, ‘কম্বিনেশন তো আমরা পরিবর্তন করেছি। তাতে তো লাভ হয়নি। আশা করছি আগামী ম্যাচ ভাল কিছু হবে।’
০২ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে