বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭, ০২:৫০:০০

নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগার মুমিনুলের গড় রান ২২০!

নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগার মুমিনুলের গড় রান ২২০!

স্পোর্টস ডেস্ক: অবিশ্বাস্য! বটেই তো। তবে ঘটনা পুরোপুরি সত্য। বিস্তারিত পড়লেই মোটেই কষ্ট হবে না বিশ্বাস করতে। নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে তিন টেস্টের পাঁচ ইনিংসে ব্যাটিং যথাক্রমে ১৮১, ২২*, ৪৭ ও ১২৬ রান করেছিলেন মুমিনুল।

গড়টা ছিল ১৮৮। কিন্তু আজ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম দিন ৬৪ রানের অপরাজিত ইনিংসের সুবাদে মুমিনুলের ব্যাটিং গড় দাঁড়াল ২২০-এ।

তাছাড়া সাদা পোশাকে মুমিনুল হকের মধুর প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এখন পর্যন্ত কিউইদের বিপক্ষে যে ক’টা ম্যাচে নেমেছিল মুমিনুল। সব ম্যাচেই হেসেছে তাঁর ব্যাট। এর আগে ২ ম্যাচে ৪ ইনিংস ব্যাট করে ৩৭৬ রান করেছেন মুমিনুল। নিউজিল্যান্ডের বিপক্ষে সেরা বাংলাদেশি রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে তাঁর নাম। রয়েছে দুটি শতরানের ইনিংসও।

ওয়েলিংটনে দারুণ খেলছেন মুমিনুল হক। প্রথম দিন শেষে ১০ চার ১ ছয়ে ৬৪ রানে অপরাজিত আছেন তিনি। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো টিম সাউদির এক ওভারে ১৪ রান তুলে নেন মুমিনুল। রীতিমত তাঁকে চার-ছক্কায় নাস্তানাবুদ করেন মুমিনুল।

প্রসঙ্গত, আজকের ম্যাচ ছাড়াই টেস্টে ১৯ ম্যাচ থেকে ১৫৫০ রান করেছেন মুমিনুল। রয়েছে ৮টি শতক আর ১০টি অর্ধশতকের ইনিংস। সর্বোচ্চ ১৮১।
১২ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে