শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭, ০৯:৪৬:৩৩

গতি ও বাউন্স দিয়ে ঘায়েল করে প্রতিশোধ নিলেন রুবেল!

গতি ও বাউন্স দিয়ে ঘায়েল করে প্রতিশোধ নিলেন রুবেল!

স্পোর্টস ডেস্ক: গতি ও বাউন্স দিয়েই প্রতিপক্ষ ব্যাটসম্যানকে ঘায়েল করে প্রতিশোধ নিলেন রুবেল! গতকাল শেষ বিকেলে বোল্ট তাকে মাটিতে লেপটে দিয়েছিলেন। শর্ট বলে ডিফেন্স করতে যেয়ে ডান হাতের কনুইতে বল লাগে।

ব্যথায় কাতর রুবেল তবু ব্যান্ডেজ নিয়ে ব্যাট করতে নামেন। দ্বিতীয় দিন তিনিও দেখিয়ে দিলেন, ‘আমরাও বাউন্সার পারি।’

নিজের পঞ্চম ওভারে ল্যাথামকে সামনে পান রুবেল। বিপজ্জনক এক ডেলিভারিতে বল লাগান ব্যাটসম্যানের হেলমেটে। ল্যাথাম যতটা বাউন্স আশা করেছিলেন, ঠিক ততটা ছিল না। বল ছাড়তে যেয়ে ‘গ্রিলে’ লাগান।

বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ২৮৯ রানে অলআউট হয়। প্রতিপক্ষের বাউন্সারে নাজেহাল হন প্রায় সবাই। পাঁচজনই আউট হয়েছেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। এই প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে নিউজিল্যান্ড। এখন ৪ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২২৩।

রুবেল এখনো পর্যন্ত ১৫ ওভার বল করে ৫৪রান দিয়ে উইকেটহীন আছেন। মেডেন দুটি।
২১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে