রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭, ০৪:২৯:৫৩

কে এই হাসান আলি যিনি একাই অস্ট্রেলিয়াকে মোকাবেলা করলেন?

কে এই হাসান আলি যিনি একাই অস্ট্রেলিয়াকে মোকাবেলা করলেন?

স্পোর্টস ডেস্ক: ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৫৩ রান তুলেছে স্বাগতিকরা।

জয়ের জন্য সফরকারী পাকিস্তানকে ৩৫৪ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে স্টিভেন স্মিথের দল। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ। ব্যাটিং নেয়ার সিদ্ধান্ত যে মোটেও ভুল হয়নি তা পুরোপুরি প্রমাণ করে দিয়েছেন তিনি।

দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন ওয়ার্নার (১৩০)। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি। ১১৯ বলে ১৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি; যা সমৃদ্ধ ১১টি বাউন্ডারি আর ২টি ছক্কায়।

সেই সঙ্গে দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন গ্লেন মেক্সয়েল (৭৮)। তুলে নেন ক্যারিয়ারের ১৫তম হাফ সেঞ্চুরি। তার এই ৭৮ রানের ইনিংসটিতে ছিল ১০টি চার ও ১টি ছক্কার মার। তাছাড়াও দলের পক্ষে স্মিথ ৪৯ এবং হেড ৫১ রান করেন।

পাকিস্তানের পক্ষে ১০ ওভারে ৫২ রান দিয়ে ৫ উইকেট তুলি নিয়েছেন হাসান আলী। আর ১০ ওভারে ৭৫ রান দিয়ে ১টি উইকেট লাভ করেছেন মোহাম্মদ আমির। তবে এদিন অস্ট্রেলিয়াকে একাই মোকাবেলা করলেন হাসান আলী।
পাকিস্তানের তরুণ পেসারের তাণ্ডব দেখল অস্ট্রেলিয়া। একের পর এক অভিজ্ঞ ব্যাটসম্যানদের বিদায় করেছেন তিনি। উইকেটশিকার করেছেন ৫টি।

দুই উদ্বোধনী ব্যাটসম্যান উসমান খাঁজা ও ডেভিড ওয়ার্নার ছাড়াও সাজঘরে ফিরিয়েছেন অধিনায়ক স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল ও ওয়েডকে। নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটির ভাঙন ধরান হাসান। সাজঘরে ফেরান উসমান খাঁজাকে। ৩০ রানে সাজঘরে ফিরেন তিনি।

দীর্ঘ বিরতির পর শতক করা ওয়ার্নারকে (১৩০) ফেরান হাসান। এরপর অধিনায়ক স্মিথকে (৪৯) বিদায় করেন। এর পর তার শিকার গ্লেন ম্যাক্সওয়েল (৭৮) ও ওয়েড (৫)।

বিগ উইকেটগুলো শিকার করলেও রানের চাকা ধীর হয়নি কিউইদের। হাসান ছাড়া বাকি উইকেটটি শিকার করেছেন মোহাম্মদ আমির। ডেভিড ওয়ার্নারের শতকে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩৫৩ রান।
২২ জানুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে