রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭, ০৬:৪৬:১৭

তিন ইংলিশ ফিফটিতে রান পাহাড়ের নিচে পড়েছে ভারতীয় ক্রিকেট দল

তিন ইংলিশ ফিফটিতে রান পাহাড়ের নিচে পড়েছে ভারতীয় ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক: পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে ০-৪ ব্যবধানে বিধ্বস্ত। এরপর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হার। হারতে হারতে যেন দেয়ালে পিঠ ঠেকে গেছে ইংল্যান্ডের।

রোববার সিরিজের শেষ ম্যাচে জয়ের জন্য মরিয়া হয়েই মাঠে নামে ইয়ন মরগ্যানের দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে তিন ফিফটিতে ভারতের সামনে ৩২২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহই ছুঁড়ে দিতে পেরেছে ইংলিশরা।

কলকাতার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন স্বাগতিক অধিনায়ক বিরাট কোহলি। টপ ও মিডলঅর্ডার ব্যাটসম্যানদের দারুণ দৃঢ়তায় নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২১ রানের পাহাড় গড়ে ইংলিশ শিবির।

ইংল্যান্ডের হয়ে জেসন রয় সর্বোচ্চ ৬৫ রান করেন। এছাড়া বেন স্টোকস ৫৭, জনি বেয়ারস্টো ৫৬, ইয়ন মরগ্যান ৪৩, ক্রিস ওকস ৩৪ ও স্যাম বিলিংস করেন ৩৫ রান।

ভারতের সফলতম বোলার হার্দিক পান্ডিয়া। ১০ ওভারের স্পেলে ৪৯ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এছাড়া রবীন্দ্র জাদেজা দুটি ও জসপ্রিত বুমরাহ নেন একটি উইকেট।

উদ্বোধনী জুটিতে বিলিংস ও জেসন মিলে ৯৮ রান তুললে দারুণ সূচনা পায় ইংল্যান্ড। ৯৮ থেকে ১১০- এই ১২ রানের মধ্যে দুজনই ফিরে গেলেও ভড়কে যায়নি ইংলিশরা। তৃতীয় উইকেটে মরগ্যান ও বেয়ারস্টো মিলে ৮৪ রানের দারুণ জুটি গড়ে দলকে চালকের আসনেই রাখেন।

মরগ্যান, বেয়ারস্টো, জস বাটলার ও মঈন আলিকে দ্রুত আউট করে ম্যাচের ফেরার দারুণ চেষ্টা করেছিলেন ভারতীয় বোলাররা। তবে সপ্তম উইকেটে ওকস ও স্টোকস মিলে ৪০ বলে ৭৩ রানের দারুণ জুটি গড়ে দলকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেন।

অবশ্য ইতিহাস ও চলতি সিরিজের আগের দুটি ম্যাচ কিন্তু স্বস্তি দিচ্ছে না ইংল্যান্ডকে। ইডেনের মাঠে সর্বশেষ তিনটি ওয়ানডেতেই হার নিয়ে মাঠ ছেড়েছিল ইংলিশরা।

অন্যদিকে প্রথম ওয়ানডেতে ৩৫০ রান করেও হেরে গিয়েছিল মরগ্যানের দল। দ্বিতীয় ম্যাচে ভারতের গড়া ৩৮১ রানের পাহাড়ের পর ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডও করেছিল ৩৬৬ রান। ফলে হোয়াইটওয়াশের মিশন নিয়ে মাঠে নামা ভারত যে ছেড়ে কথা বলবে না সেটি সহজেই অনুমেয়।

ইনজুরির কারণে জো রুট ও অ্যালেক্স হেলসকে ছাড়াই খেলতে নেমেছে ইংল্যান্ড। এই দুজনের জায়গা একাদশে ঢুকেছেন স্যাম বিলিংস ও জনি বেয়ারস্টো। অন্যদিকে শিখর ধাওয়ানের জায়গায় ভারতীয় একাদশে ঢুকেছেন আজিঙ্কা রাহানে।
২২ জানুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে