শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭, ০৬:৪৭:৪৭

শ্রীলঙ্কার বিপক্ষে সেরাটা দিয়ে খেলতে চান কাটার মুস্তাফিজ

শ্রীলঙ্কার বিপক্ষে সেরাটা দিয়ে খেলতে চান কাটার মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে হয়তো পুরো ছন্দের মুস্তাফিজকে পেতে যাচ্ছে বাংলাদেশ। আজ অনুশীলনের আগে মুস্তাফিজ বলছিলেন, বিসিএল খেলার ফলে তিনিও আত্মবিশ্বাসটা ফিরে পাচ্ছেন, ‘অনেকদিন বাইরে ছিলাম, ইনজুরির পর নিউজিল্যান্ড সফরে ছিলাম, টেস্টেও সাথে ছিলাম খেলতে পারিনি।

ইনজুরির পরে খেলার অভ্যাস ছিলোনা। ভারতে আমি যেতে পারিনি তবে দুটি বিসিএলের ম্যাচ খেলেছি সেখানে ভালো হয়েছে আমার। আত্মবিশ্বাস এখন অনেক ভালো।’

দেশের সেরা এই পেস বোলার বলছিলেন, সুযোগ পেলে তিন ফরম্যাটেই ভালো করতে চান, ‘টেস্ট দলে দিয়েছে আমি জানিনা ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবো কিনা। যদি তিন সংস্করণে থাকতে পারি চেষ্টা করবো আমার সেরাটা দেওয়ার।’

তবে মুস্তাফিজ ঠিক নিশ্চিত নন তার কাটার ও স্লোয়ার কতোটা এফেক্টিব আছে, ‘বিসিএল খেললাম দুইটা ওইখানেতো জোরে করার চেষ্টা করেছি পাশাপাশি সুইং করানো। আর আমার কাটার কিংবা স্লোয়ার যেটা আছে ওইটা চারদিনের ম্যাচে তত কার্যকরী হয়না। তবে ভালো জায়গায় ধারাবাহিক ছন্দে বল করার চেষ্টা করেছি।’
২৫ ফেব্রুয়ারী ২০১৭/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে