বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭, ০৪:৪৭:৪৯

যে কারণে টাইগারদের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলবেন না মালিঙ্গা-ম্যাথুস-পেরেরা

যে কারণে টাইগারদের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলবেন না মালিঙ্গা-ম্যাথুস-পেরেরা

স্পোর্টস ডেস্ক: গত শুক্রবার বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের এই দলেও রাখা হয়নি অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিবেন উপল থারাঙ্গা। দলের রাখা হয়নি লংকানদের সেরা পেসার মালিঙ্গাকেও।

টাইগারদের বিপক্ষে ওয়ানডে ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথুস ও মালিঙ্গা নেই সেটা অবশ্যই স্বস্তির বিষয়। তবে বাংলাদেশের জন্য আরেকটি স্বস্তি পরিণত হলো। মালিঙ্গা-ম্যাথুসের মতো এবার টাইগারদের বিপক্ষে ওয়ানডে ম্যাচে খেলা হচ্ছে না লঙ্কান উইকেটকিপার ব্যাটসম্যান কুশল পেরেরার।

এই তিন ক্রিকেটার ওয়ানডেতে না খেলার কারণ হচ্ছে ইনজুরি। গতকাল কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে প্রস্তুতি ম্যাচে ৬৪ রানের ইনিংস খেলার সময় হ্যামস্ট্রিংয়ে টান পড়ে চোটের কারণে প্রথম দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন কুশল পেরেরা। অবস্থার উন্নতি হলে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামার সম্ভাবনা আছে তার।

এর আগে ইনজুরির কারণে টাইগারদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজেও ছিলেন না মালিঙ্গা ও ম্যাথুস। তাদের ইনজুরির অবস্থার উন্নতি না হওয়ায় ঘোষিত ওয়ানডে স্কোরে রাখা হয়নি মালিঙ্গা ও ম্যাথুসকে।

শ্রীলঙ্কা-বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচই হবে ডাম্বুলায়, ২৫ ও ২৮ মার্চ।  আজ সকালে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল রওনা দিয়েছে ডাম্বুলায়। শনিবার এখানেই শুরু সিরিজের প্রথম ওয়ানডে।
২৩ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে