বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭, ০৬:২৭:১৩

ওয়েস্ট ইন্ডিজকে বাদ দিয়ে আইসিসির প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট খেলবে টাইগাররা

ওয়েস্ট ইন্ডিজকে বাদ দিয়ে আইসিসির প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট খেলবে টাইগাররা

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডে জুনের ১ তারিখ থেকে শুরু হবে ক্রিকেটের অন্যতম সেরা আসর আইসিসির প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট ‘চ্যাম্পিয়ন্স ট্রফি’। অংশগ্রহণ করবে আইসিসি র‍্যাঙ্কিংয়ের প্রথম ৮টি দল।

বাংলাদেশ এবং ইংল্যান্ডের ম্যাচ দিয়ে উদ্বোধন হবে ২০১৭ আসরের। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বাংলাদেশ। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মতো দেশকে বাদ দিয়ে এবার টাইগাররা খেলবে আইসিসির প্রেস্টিজিয়াস এই টুর্নামেন্টটিতে।

ইতিমধ্যে আইসিসির সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ ঘুরে গেলেও ছুঁয়ে দেখা হয়নি সাব্বির রহমান, তাসকিন আহমেদ কিংবা সৌম্য সরকারদের।

কিন্তু তাতে কি, শ্রীলঙ্কা যেতেই নিজের ছোঁয়া দিতে ভুললেন টেস্ট দলের হয়ে অংশ নিয়ে দ্বীপ রাষ্ট্রটিতে আগেই অবস্থান করা বেশ কয়েকজন টাইগার ক্রিকেটার। বৃহস্পতিবার ভোরে সেই ছবি সামাাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন সাব্বির রহমান।

গত ২ মার্চ থেকে শুরু হয়েছে আইসিসি ট্রফির বিশ্ব ভ্রমণ। অংশগ্রহণকারী ৮টি দেশের মোট ১৯টি শহর প্রদক্ষিণ করবে চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রফিটি। ২ মার্চ ভারতের মুম্বাই থেকে শুরু হয় ‘নিশান আইসিসি ট্রফি ট্যুর’।  
২৩ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে