শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭, ০৬:৫৬:৩১

তারকা ক্রিকেটারকে নাও দেখা যেতে পারে আসন্ন আইপিএলে, ভক্তদের জন্য দুঃসংবাদ

তারকা ক্রিকেটারকে নাও দেখা যেতে পারে আসন্ন আইপিএলে, ভক্তদের জন্য দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক: আসন্ন আইপিএল দশম আসরে ভারতীয় এই ক্রিকেটারকে না দেখা গেলে টুর্নামেন্টের জৌলুস অনেকটাই যে কমে যাবে, তাতে কোনও সন্দেহ নেই।

চোট সমস্যা থেকে এখনও বেরতে পারেননি রোহিত শর্মা। চোটের কারণেই তিনি এবারে বাদ পড়লেন দেওধর ট্রফি থেকে। ইন্ডিয়া রেড দলের হয়ে অধিনায়কত্ব করার জন্য নির্বাচকরা বেছেছিলেন রোহিতকেই।

তবে চোট পুরোপুরি সেরে না ওঠার কারণে তিনি খেলতে পারবেন না আসন্ন দেওধরে। পেটের সংক্রমণে দেওধরে খেলতে দেখা যাবে না আর এক তারকা কেদার যাদবকেও।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনমে পঞ্চম একদিনের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। তার পরেই অস্ত্রোপচার হয় তাঁর। রিহ্যাবে থাকার কারণে তিনি ইংল্যান্ড সিরিজ তো বটেই বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টেও খেলতে পারেননি। চলতি অস্ট্রেলিয়া সিরিজেরও বাইরে রয়েছেন তিনি।

মার্চ মাসের শুরুর দিকে বিজয় হাজারে-তে তিনি প্রত্যাবর্তন করলেও ব্যাট হাতে ঝলক দেখাতে পারেননি। তার পরে আবার একবার হাঁটুতে চোট পেয়েছেন বলে জানা গিয়েছে। সেই কারণেই দেওধর থেকে বাদ পড়েছেন তিনি। এ

প্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয়ে যাচ্ছে আইপিএল। রোহিত শর্মা সপ্তাহ দু'য়েকের মধ্যে ফিট হয়ে আইপিএলে নেমে পড়তে পারবেন, এমন আশা অতি বড় ক্রিকেট ভক্তরাও করছেন না। তবে সব আশঙ্কা নস্যাত্‍ করে তিনি মুম্বই ইন্ডিয়ান্স-এর জার্সিতে শুরু থেকেই ঝলক দেখাতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।
২৪ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে