শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭, ১১:৩৯:৪৯

আইপিএল থেকে বিদায় নিতে হচ্ছে গেইল-কোহলি-ডি ভিলিয়ার্সদের

আইপিএল থেকে বিদায় নিতে হচ্ছে গেইল-কোহলি-ডি ভিলিয়ার্সদের

স্পোর্টস ডেস্ক: ইডেনে রেকর্ড ভিড় হয়েছিল বিরাট কোহলিদের দেখতে। অনেকেই সেদিন কলকাতার নয়, ব্যাঙ্গালুরুর জার্সি পরে এসেছিলেন, বিরাট কোহলিদের সমর্থন জানাবেন বলে। কিন্তু মাত্র ৪৯ রানেই গুটিয়ে যেতে হয়েছিল। পরের ম্যাচেও ঘুরে দাঁড়ানো হল না। আইপিএল থেকে বিরাট কোহলিদের বিদায়ের জোরালো আশঙ্কা তৈরি হয়ে গেল।

পয়েন্ট টেবিলের দিকে তাকালেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে। ৯ ম্যাচে পয়েন্ট মাত্র ৫। অর্থৎ, দুটি জয়, একটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হওয়ায় এসেছে ১ পয়েন্ট। বাকি ম্যাচগুলো জিতলেও প্লে অফে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কারণ, রানরেট একেবারে তলানিতে। আইপিএল থেকে বিদায় নিতেই হচ্ছে গেইল-কোহলি-ডি ভিলিয়ার্সদের।

কিন্তু যে দলে বিরাট কোহলি, ক্রিস গেইল, এবি ডি ডিভিলিয়ার্সের মতো ব্যাটসম্যানরা আছেন, সেই দলের এমন করুণ পরিনতি কেন, সেটাই বড় প্রশ্ন ক্রিকেট মহলে।

অনেকগুলো কারণ উঠে আসছে-
১)‌ ক্রিস গেইলকে না খেলানো। তিনি সব ম্যাচে হয়ত সফল হতেন না, কিন্তু যেটায় হতেন, সেই ম্যাচে একাই ফারাক গড়ে দিতেন।

২)‌ চোটের জন্য শুরুর দিকে কোহলির না থাকা। সেখান থেকেই হারের শুরু, ছন্দপতন। যা পরে আর সামলে ওঠা যায়নি।

৩)‌ দলে ফেরার পরেও কোহলির ব্যাটে রান নেই। দলের একনম্বর নির্ভরযোগ্য ব্যাটসম্যান যখন রান পান না, তখন অন্যদের উদ্দীপ্ত করার কাজটা কঠিন হয়ে দাঁড়ায়।

৪)‌ এবি ডিভিলিয়ার্স নিজের সেরা ফর্মের ধারেকাছেও নেই।

৫)‌ নিলামে ভালো বোলার তোলার দিকে তেমন মন ছিল না। ফলে, দলে তারকা থাকলেও ভারসাম্যের বড়ই অভাব।

এইসব কারণগুলো ঘোরাফেরা করছে ক্রিকেট মহলে, আরসিবি'র ভেতরেও। শুরুর দিকে কিছুটা চাপা ছিল। এখন অনেকে খোলাখুলিই কারণগুলো তুলে আনছেন।
২৮ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে