শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭, ০৬:২৯:৪৯

পন্টিংয়ের আইপিএল একাদশে ৭ জন বিদেশি ক্রিকেটার যারা

পন্টিংয়ের আইপিএল একাদশে ৭ জন বিদেশি ক্রিকেটার যারা

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের এবারের আসরে অংশ নেয়া ক্রিকেটারদের মধ্য থেকে নিজের সেরা একাদশ ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।

এই একাদশের সাতজন ক্রিকেটারই বিদেশি! আইপিএলের নিয়মানুযায়ী একটি দলে সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটার রাখা যাবে। সাবেক মুম্বাই ইনিডয়ান্সের এই কোচ অবশ্য সেই নিয়মের তোয়াক্কা না করেই নিজের একাদশ সাজিয়েছেন।

যেখানে তিনি ছঅলজন রেখেছেন ভারতীয় ক্রিকেটার। রিকি পন্টিংয়ের একাদশে জায়গা পেয়েছেন এবারের আসরে প্রথমবার খেলতে আসা আফগানিস্তানের স্পিনার রশিদ খান।

পন্টিং তার একাদশে ওপেনিংয়ে রেখেছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে। সঙ্গে রাখা হয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবের হাসিম আমলাকে।

তিন নম্বরে রয়েছেন গুজরাট লায়ন্সের অধিনায়ক সুরেশ রায়না। পরের জায়গাটা পেয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের জস বাটলার। মুম্বাই ইন্ডিয়ান্স থেকে আরও তিনজন রয়েছেন। তারা হলেন- নীতিশ রানা, হরভজন সিং ও মিচেল ম্যাকলেনাহান।

পাঞ্জাবের আরেক মারকুটে ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলও রয়েছেন পন্টিংয়ের একাদশে। দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে অলরাউন্ড পারফর্ম করা ক্রিস মরিসকেও দলে রেখেছেন তিনি।

এবারের আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট শিকার করা হায়দরাবাদের পেসার ভুবনেশ্বর কুমারকে রেখেছেন পেস আক্রমণে।

পন্টিংয়ের একাদশ: হাসিম আমলা, ডেভিড ওয়ার্নার, সুরেশ রায়না, জস বাটলার, নীতিশ রানা, গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মরিস, মিচেল ম্যাকলেনাহান, হরভজন সিং, রশিদ খান ও ভুবনেশ্বর কুমার।
২৮ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে