বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭, ০৩:২৪:৪৩

মহাবিদ্রোহের খবর, অস্ট্রেলিয়ার হয়ে আর নাও খেলতে পারেন অস্ট্রেলিয়ানরা!

মহাবিদ্রোহের খবর, অস্ট্রেলিয়ার হয়ে আর নাও খেলতে পারেন অস্ট্রেলিয়ানরা!

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্ব নতুন এক মহাবিদ্রোহের জন্য অপেক্ষা করছে? ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সাথে সেদেশের ক্রিকেটারদের বিরোধ এখন চরমে। আর সেটা এতটাই যে রীতিমত অস্ট্রেলিয়ার হয়ে খেলতে অস্বীকৃতি জানানোরও সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন স্টিভেন স্মিথ ডেভিড ওয়ার্নাররা।

নতুন চুক্তিতে সই করার জন্য ক্রিকেটারদের ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সিএ। যদিও, ক্রিকেটাররা দাবি থেকে নড়ছেন না। সময় গড়ানোর সাথে সাথে ব্যাপারটাকে আরও জটিল করে তুলছে অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ)।

‘ইমেজ স্বত্ব’ নিজেদের হাতে রাখার লক্ষ্য নিয়ে ক্রিকেটাররা একটি ভিন্ন প্রতিষ্ঠান চালু করার পরিকল্পনা করছেন। এসিএ সম্প্রতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বিষয়ে ঘোষণা দিয়েছে। ‘দ্য ক্রিকেটার্স ব্র্যান্ড’ নামের প্রস্তাবিত কোম্পানিটি খেলোয়াড়দের ইমেজ স্বত্ববিষয়ক সব ব্যাপারের দেখাশোণা করবে।

ফলে, অনেকটাই কমে আসবে সিএ’র কর্তৃত্ব। এই প্রস্তাবিত চুক্তি অনুযায়ী ক্রিকেটারদের নাম, কণ্ঠ, স্বাক্ষর, ট্রেডমার্ক, ছবি, এমনকি পারফরম্যান্সের স্বত্বও নতুন এই প্রতিষ্ঠানটি ক্রিকেটারদের মতামত নিয়ে বিক্রি করবে অনান্যদের কাছে। আর সেটা হলে, বোর্ডের দেয়া পারিশ্রমিক থেকে অনেক বেশি আয় করতে সক্ষম হবেন ক্রিকেটাররা।

ফলে, ভেতরে ভেতরে নিজেদের সিএ থেকে বের করে আনার কথাও ভাবছেন অনেক শীর্ষ ক্রিকেটার।  বোর্ডের নতুন চুক্তিতে ক্রিকেটারদের মোট আয় প্রায় ৩৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তও মন গলাতে পারছে না ক্রিকেটারদের।

তাহলে কী, অস্ট্রেলিয়ার হয়েই আর খেলবেন না অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা? ক্রিকেট বিশ্ব নতুন এক মহাবিদ্রোহের জন্য অপেক্ষা করছে?
২৫ মে ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে