শুক্রবার, ২৬ মে, ২০১৭, ০৫:৫১:১৩

ভারত-পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের খেলা, যা বললেন মাশরাফি

ভারত-পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের খেলা, যা বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলার সত্বেও ১ জুন থেকে শুরু হচ্ছে আট দলেরর জমজমাট লড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি।  উদ্বোধনী দিনে স্বাগতিক ইংল্যান্ডের প্রতিপক্ষ বাংলাদেশ।  ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়।

আট দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।  ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ জুন, ওভালে।  তিনটি ভেন্যুতে হবে ম্যাচগুলো।  ভেন্যুগুলো হলো, এজবাস্টন, ওভাল ও কার্ডিফ।

এদিকে চ্যাম্পিয়নস ট্রফির আগে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।  আর প্রস্তুতি ম্যাচ দু’টিকে গুরুত্বপূর্ণ ভাবছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আয়ারল্যান্ডে ওয়ালটন ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ।  ইংল্যান্ডের কন্ডিশনটা আয়ারল্যান্ডের চেয়ে ভিন্ন হবে বলে প্রস্তুতি ম্যাচ দুটিকে গুরুত্বপূর্ণ মনে করছেন মাশরাফি।

এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে মাশরাফি বলেন, ‘প্রস্তুতি ম্যাচ দুটি খুবই গুরুত্বপূর্ণ।  এখানকার (আয়ারল্যান্ড) চেয়ে ইংল্যান্ডের উইকেট পুরোপুরি ভিন্ন।  তবে ভারত ও পাকিস্তানের মতো দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে আমরা একটা ধারণা পাব (উইকেটের ব্যাপারে)।  সুতরাং প্রস্তুতি ম্যাচ দুটিও আমাদের জন্য বড় ম্যাচ।  ’

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজটাকে ভাবা হচ্ছিল চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে।  সেই হিসেবে বাংলাদেশের প্রস্তুতিটা ভালোই হয়েছে।  নিউজিল্যান্ডকে প্রথমবার দেশের বাইরে হারানোটা বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাসই জোগাবে।  চ্যাম্পিয়নস ট্রফিতেও বাংলাদেশের গ্রুপে আছে নিউজিল্যান্ড।

দলের অভিজ্ঞতা নিয়ে অধিনায়কের মূল্যায়ন, ‘মাহমুদউল্লাহ খুবই অভিজ্ঞ।  আপনি অভিজ্ঞতা কিনতে পারেন না, আমাদের ব্যাটিং বিভাগে আছে তামিম, সাকিব।  যদিও সাকিব খুব ভালো ফর্মে নেই, কিন্তু আমি নিশ্চিত, সে স্বরূপে ফিরবে।  মুশি (মুশফিকুর রহিম) ও মাহমুদউল্লাহ খুব ভালো ফর্মে আছে।  আশা করছি, আমরা আরও ভালো করবো।  ’

আগামী ২৭ মে পাকিস্তান ও ৩০ মে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ দল।  চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ১ জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে।

দেখে নিন, চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি –

গ্রুপ এ
অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড

গ্রুপ বি
ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা

ম্যাচের সময় :
দিনের ম্যাচ শুরু হবে স্থানীয় সময় ১০ টা ৩০ মিনিটে।  দিন-রাতের ম্যাচ শুরু হবে দুপুর ১ টা ৩০ মিনিট থেকে।

টুর্নামেন্টের সময় সূচি (বাংলাদেশ সময়ানুযায়ী)

১ জুন (বৃহস্পতিবার) – ইংল্যান্ড বনাম বাংলাদেশ ( ওভাল), বিকfল সাড়ে ৩টা

২ জুন (শুক্রবার) – অস্ট্রেলিয়া বনাম নিউ জিল্যান্ড (এজবাস্টন), বিকfল সাড়ে ৩টা

৩ জুন (শনিবার) – শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা ( ওভাল) বিকfল সাড়ে ৩টা

৪ জুন (রবিবার) – ভারত বনাম পাকিস্তান (এজবাস্টন), বিকfল সাড়ে ৩টা

৫ জুন (সোমবার) – অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ ( ওভাল) সন্ধ্যা সাড়ে ৬টা (দিনরাতের ম্যাচ)

৬ জুন (মঙ্গলবার) – নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড (কার্ডিফ), বিকfল সাড়ে ৩টা

৭ জুন (বুধবার) – পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা (এজবাস্টন), সন্ধ্যা সাড়ে ৬টা

৮ জুন (বৃহস্পতিবার) – ভারত বনাম শ্রীলঙ্কা (ওভাল), বিকাল সাড়ে ৩টা

৯ জুন (শুক্রবার) – নিউ জিল্যান্ড বনাম বাংলাদেশ (কার্ডিফ), বিকাল সাড়ে ৩টা

১০ জুন (শনিবার) – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (এজবাস্টন), বিকাল সাড়ে ৩ট

১১ জুন (রবিবার) – ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (দ্য ওভাল), বিকল সাড়ে ৩টা

১২ জুন (সোমবার) – শ্রীলঙ্কা বনাম পাকিস্তান (কার্ডিফ), বিকাল সাড়ে৩টা

১৩ জুন (মঙ্গলবার) – বিশ্রাম

১৪ জুন (বুধবার) – প্রথম সেমিফাইনাল

খেলা হবে গ্রুপে ‘এ’ প্রথম স্থানাধিকারীর সঙ্গে গ্রুপ ‘বি’ দ্বিতীয় স্থানাধিকারীর মধ্যে, (কার্ডিফ), বিকাল সাড়ে ৩টা

১৫ জুন (বৃহস্পতিবার) – দ্বিতীয় সেমিফাইনাল

খেলা হবে গ্রুপ ‘এ’ দ্বিতীয় স্থানাধিকারীর সঙ্গে গ্রুপ ‘বি’ প্রথম স্থানাধিকারীর মধ্যে, (এজবাস্টন), বিকেল সাড়ে ৩টা

১৬-১৭ জুন – বিশ্রাম

১৮ জুন (রবিবার) – ফাইনাল (ওভাল), বিকাল সাড়ে ৩টা

১৯ জুন (সোমবার) : রিজার্ভ ডে।
২৬ মে ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে