শনিবার, ২৭ মে, ২০১৭, ০৭:০৩:১১

নাসিরের দুর্দান্ত সেঞ্চুরির পর আবু হায়দার রনির ৬ উইকেট

নাসিরের দুর্দান্ত সেঞ্চুরির পর আবু হায়দার রনির ৬ উইকেট

স্পোর্টস ডেস্ক: ব্যাটে-বলে দুর্দান্ত ফর্ম নিয়েই আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে গিয়েছিলেন নাসির হোসেন। সুযোগ পেয়েছেন মাত্র একটি ম্যাচে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে আবার ব্যাটিংয়েই নামার সুযোগ হয়নি।

বল হাতে দুই উইকেট নিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকায় দেশে ফিরে এসেছেন এই অলরাউন্ডার। ফিরেই দুর্দান্ত সেঞ্চুরি। অধিনায়কের ব্যাটে ভর করে তিন হারের পর জয়ে ফিরেছে গাজী গাজী গ্রুপ ক্রিকেটার্সও।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শনিবার সুপার লিগের দ্বিতীয় রাউন্ডে শেখ জামাল ধানমন্ডি ক্লাবেকে ১৭৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে গাজী। ১৩৪ রানের ইনিংস খেলেছেন নাসির। তাতে ৫ উইকেটে ৩৫০ রানের সংগ্রহ গড়ে গাজী। জবাব দিতে নেমে আবু হায়দার রনির তোপে শেখ জামাল ১৭৩ রানে গুটিয়ে যায়।  ক্যারিয়ার সেরা বোলিংয়ে করে ৬ উইকেট নেন ডানহাতি এই পেসার।

নাসির ১১৩ বলে ১৩৪ রানের দুর্দান্ত ইনিংস সাজিয়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন। ৭টি চার ও ৬টি ছক্কায় সাজানো তার ইনিংসটি। ১০৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। সেঞ্চুরির পর আরও ভয়ঙ্কর হয়ে উঠে ৯ বলে যোগ করেন ৩৪ রান। পরে ইনিংসের সাত বল বাকি থাকতে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন। ফিল্ডিংয়েও নামতে পারেননি।

অধিনায়কের সেঞ্চুরির দিনে ফিফটি পেয়েছেন মুমিনুল হক ও গুরকিরিত সিং।  ভারতীয় ক্রিকেটার গুরকিরিত ৭৪ ও মুমিনুল করেন ৬৬ রান।

পরে ৮ ওভারে ৩৫ রান ৬ উইকেট নেন রনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিই তার সেরা বোলিং। ৫২ রানে পাঁচ উইকেট ছিল আগের সেরা।

নাসির আয়ারল্যান্ডে যাওয়ার আগে টানা চার ম্যাচে অপরাজিত ছিল গাজী ক্রিকেটার্স। নাদিফ চৌধুরী অধিনায়কের দায়িত্ব পেয়ে দলকে এনে দেন আরও পাঁচ জয়। টানা নয় ম্যাচ জিতে অনন্য এক নজির স্থাপন করে দলটি। এরপরই টানা তিন ম্যাচ হেরে পেছনে থাকা আবাহনী, প্রাইম ব্যাংক, প্রাইম দোলেশ্বর সহাবস্থানে চলে যায়। নিয়মিত অধিনায়ক নাসির ফিরেই দলকে ছন্দে আনলেন। ম্যাচসেরাও নাসিরই।
২৭ মে ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে