সোমবার, ১৯ জুন, ২০১৭, ১২:৩০:৫৬

এক বুক হতাশা নিয়ে যা বললেন বিরাট কোহলি

এক বুক হতাশা নিয়ে যা বললেন বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক  : ভারতীয় অধিনায়ক শিরোপা হারানোর হতাশা বুকে চেপে মাইকের সামনে এসে বলে গেলেন, ‘পাকিস্তানকে অভিনন্দন জানাতে চাই। এটা তাদের জন্য এক বিস্ময়কর টুর্নামেন্ট।’

তিনি বলেন, ‘যেভাবে তারা সব নিজের করে নিলো তা তাদের অমিত প্রতিভাবান অনেক মেধাবী খেলোয়াড় থাকায় সম্ভব হয়েছে। তারা আবার প্রমাণ করেছেন, নিজের দিনে যে কোনো দলকে আপসেট করতে পারে।’

নিজেদের প্রসঙ্গ এরপর টানেন কোহলি। বিশ্বের সেরা ব্যাটিং লাইন আপ তার দলের। সেরা বোলিং লাইন আপও। তারপরও এই অবিশ্বাস্য পতন! ভক্তরা মানতে পারবেন না।

তাদের অধিনায়ক মেনে নিয়ে বলেন, ‘এটা আমাদের জন্য হতাশার। তারপরও আমার মুখে হাসি দেখছেন। কারণ খুব ভালো খেলেই আমরা ফাইনালে উঠেছিলাম। তারা আমাদের আজ সব বিভাগেই একেবারে উড়িয়ে দিলো। এর সব কৃতিত্ব তাদের। খেলায় এমনটা ঘটেই থাকে। আমরা কাউকে কখনো হালকাভাবে নেই না। কিন্তু এদিন তারা খুব বেশি আগ্রাসী ও উজ্জীবিত ছিল।’

এর সাথে ম্যাচ বিশ্লেষণটা জেনে নিন কোহলির মুখে। তিনি বলেছেন, ‘বল হাতে আমরা আর কয়েকটি উইকেট নেওয়ার সুযোগ তৈরি করতে পারতাম। আমাদের সেরাটাই চেষ্টা করেছি। কিন্তু বল হাতেও তারা অনেক বেশি আক্রমণাত্মক ছিল। হার্দিক ছাড়া আমাদের কেউ কোনো প্রতিরোধ গড়তে পারেনি। ওর নকটা অবিশ্বাস্য। এখানে ছোটো ভুলে বড় ক্ষতি হয়। কিন্তু আমরা তো কেবল একটা ক্রিকেট ম্যাচ হেরেছি। এখানকার ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমরা আমাদের শক্তি দেখাতে চেয়েছি। কিন্তু তা যথেষ্ট ছিল না।’
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে