শুক্রবার, ২৩ জুন, ২০১৭, ১১:৩৬:৫৩

অথচ ওয়াহাব রিয়াজের নামই ছিল না

অথচ ওয়াহাব রিয়াজের নামই ছিল না

স্পোর্টস ডেস্ক: একটুর জন্য বোনাসের ১ কোটি রুপি হাতছাড়া হয়ে যাচ্ছিল ওয়াহাব রিয়াজের। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতায় পাকিস্তান দলের প্রতি সদস্যকে ১ কোটি রুপি পুরস্কার দিয়েছে দেশটির সরকার।

তারা খেলোয়াড়দের যে ১৫ জনের তালিকা করে তাতে ছিল না পেসার ওয়াহাব রিয়াজের নাম। তবে পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। পাকিস্তান সরকারের কাছ থেকে পেয়েছেন ১ কোটি রুপি পুরস্কার। ওয়াহাব রিয়াজের নাম বাদ পড়ার কারণ হলো, তিনি শেষ ম্যাচ পর্যন্ত দলের সঙ্গে ছিলেন না।

কিন্তু তিনি শুরুতে যে দলে ছিলেন সেটা বুঝতে পারেনি সরকার কর্তৃপক্ষ। চ্যাম্পিয়ন্স ট্রফিতের পাকিস্তানের প্রথম ম্যাচেই দুর্ভাগ্যের শিকার হন পেসার ওয়াহাব রিয়াজ। চোটে পড়ে বোলিংয়ের সময়ই মাঠ ছাড়তে হয় তাকে। ভারতের বিপক্ষে সেদিন তিনি যাচ্ছতাই বোলিং করেন। ৮.৪ ওভারে দেন ৮৭ রান কোনো উইকেট পাননি।

ইনজুরির কারণে পরে আর মাঠে ফিরতে পরেননি। এতে তখনই দেশে ফিরতে হয় তাকে। এ কারণে চ্যাম্পিয়ন দলের সঙ্গে ছিলেন না তিনি। আর এ কারণেই ভুল হয়ে যায় কর্তৃপক্ষের। তারা ওয়াহাব রিয়াজের বদলে দলে অন্তর্ভুক্ত হওয়া রুম্মন রইসের নাম দিলেও তার নাম দেয়নি। সরকার ট্রফিজয়ী ক্রিকেটারদের জন্য যে সংবর্ধনার আয়োজন করেছে সেখানেও ছিল না ওয়াহাবের নাম।

এমন কি চোটের জন্য ট্রফিজয়ী দলের সঙ্গে জ্যাকেটও পাননি এই পেসার। তবে ব্যাপারটা খেয়াল করার পর সমালোচনায় মুখর হয়ে ওঠেন পাকিস্তানি সাংবাদিকেরা। এর পরেই টনক নড়ে পিসিবির। তারা ওয়াহাব রিয়াজের নাম অন্তর্ভুক্তির জন্য সরকারকে জানায়। তারপর ওয়াহাবের নাম অন্তভুক্ত করা হয়। এতে পাকিস্তান সরকারের পক্ষ থেকে ১৬ জন ক্রিকেটার ১ কোটি রুপি করে পেয়েছেন।

ফাইনালে খেলতে না পারাটা ওয়াহাব রিয়াজের জীবনের সবচেয়ে বড় আফসোস বলে জানিয়েছেন। রিয়াজ বলেন, ‘ইনজুরির কারণে আমাকে দেশে ফিরতে হয়েছিল। দলের এমন সাফল্যে আমি দারুণ খুশি। কিন্তু দলের একজন নিয়মিত সদস্য হয়েও এরকম একটি ঐতিহাসিক মুহূর্তে দলের সঙ্গে থাকতে না পারায় হতাশ। ফাইনালে খেলতে না পারাটা আমার জীবনের সবচেয়ে বড় আফসোস।’
২৩ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে