রবিবার, ২৫ জুন, ২০১৭, ১০:৫৯:৪০

মানসিক বিশ্রামে স্বস্তি খুঁজছেন সৌম্য সরকার

মানসিক বিশ্রামে স্বস্তি খুঁজছেন সৌম্য সরকার

স্পোর্টস ডেস্ক: গত কয়েকদিন ধরে ফর্মে নেই, ৬ ম্যাচে এসেছে মাত্র ৩৪ রান। সমালোচকরা যখন সৌম্য সরকারের ফর্মের কাঁটাছেড়ায় ব্যস্ত, দুঃসময় থেকে উত্তরণের জন্য সৌম্য কোন পথ বেছে নিচ্ছেন? অবাক করা হলেও সত্যি, বিশ্রামেই আপাতত স্বস্তি খুঁজে নিচ্ছেন সৌম্য।

ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়িতে যাওয়া পর সম্প্রতি মানবজমিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌম্য বলেন, ‘এখন মানসিকভাবে বিশ্রামটাই আমার জন্য বড় বিষয়। বাসায় এসেছি, পরিবারের সঙ্গে আছি, বেশ ভালো লাগছে। অনেক দিন পর সবার সঙ্গে দেখা হল। এখন বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়েছি। সারাদিনই ঘুরবো। এভাবেই সব চিন্তা ভুলে সময় কাটাতে চাই।’

ছুটির সময়টায় ক্রিকেট ভুলে থাকতে চান বাঁহাতি ওপেনার! জানালেন, ‘লম্বা সফর ছিল, ভালোমন্দে কেটেছে। কিন্তু এখন আমি কিছুদিন ক্রিকেটের বাইরে থাকতে চাই। ক্রিকেট নিয়ে ভাবতে চাই না। যখন আবার ক্যাম্প শুরু হবে তখনই ভাববো ক্রিকেট নিয়ে।’

ফর্মহীনতায় ভোগার কারণ ব্যাটিংয়ে সমস্যা নাকি মানসিকতা, সেটি বুঝতে পারছেন না সৌম্য নিজেও। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বুঝতেই পারছি না। তাই আপাতত ঠিক করেছি ছুটির যে সময়টা পেয়েছি এখানে ক্রিকেট নিয়ে ভাববোই না। যদি মানসিক কোনোকিছু থাকে তাহলে এতে কেটেও যেতে পারে। আমার কাছে মনে হয়েছে কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকলে বা ক্রিকেট নিয়ে চিন্তা না করলেই ভালো হবে।’

সৌম্য সরকার আরও জানান, ব্যাটিংয়ে তার সমস্যাগুলো নিয়ে কাজ শুরু করবেন ঈদের পর অস্ট্রেলিয়া সিরিজের ক্যাম্প শুরুর পরপরই।
২৫ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে