শনিবার, ২২ জুলাই, ২০১৭, ১১:৫৭:০৩

নিউমোনিয়ায় আক্রান্ত চান্দিমাল

নিউমোনিয়ায় আক্রান্ত চান্দিমাল

স্পোর্টস ডেস্ক: সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র ও ঐতিহাসিক টেস্টে জয় দিয়েই অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ চান্ডিমালের। কিন্তু ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগেই ছিটকে গেলেন দল থেকে। নিউমোনিয়ায় আক্রান্ত চান্ডিমাল। শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তিন টেস্ট সিরিজের প্রথমটিতে খেলতে পারবেন না চান্দিমাল। দ্বিতীয় টেস্টে খেলা নিয়েও বেশ সংশয় রয়েছে।

চলতি মাসের ২৬ তারিখ থেকে শ্রীলঙ্কার গলে শুরু হবে শ্রীলঙ্কা-ভারত সিরিজের প্রথম টেস্ট। এরপর কলম্বোয় দ্বিতীয় টেস্ট শুরু হবে তিন আগস্ট থেকে। শ্রীলঙ্কার ক্রিকেট ম্যানেজার আশঙ্কা গুরুসিনহা এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা গত রাতে (বৃহস্পতিবার) ওর (দিনেশ চান্দিমাল) রক্ত পরীক্ষার ফল পেয়েছি। ওর নিউমোনিয়া হয়েছে। আজ (শুক্রবার) সকালেই সে হাসপাতালে ভর্তি হয়েছে। প্রথম টেস্টটা সে খেলতে পারবে না, এটা নিশ্চিত। চিকিৎসকেরা বলেছেন, প্রথম টেস্ট শেষ হলে ওকে আবার পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে সে দ্বিতীয় টেস্ট খেলতে পারবে কি না। না পারলে সেটাই মেনে নিতে হবে।’

জ্বর থাকায় দুদিন থেকে অনুশীলনেও ছিলেন না চান্দিমাল। সংবাদ সম্মেলনেও আসতে পারেননি। টেস্টে চান্দিমালের জায়গায় সম্ভবত নেতৃত্ব দেবেন রঙ্গনা হেরাথ। গুরুসিনহা বলেছেন, ‘খুব সম্ভবত অন্তর্বর্তীকালীন অধিনায়ক হতে যাচ্ছে রঙ্গনা। কারণ শুধু এক টেস্টের ব্যাপার এটা এবং সে আগেও নেতৃত্ব দিয়েছে।’
২২ জুলাই ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে