শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭, ০৮:১৯:০৪

টাকার কারণেই রংপুর রাইডার্সকে বেছে নিয়েছেন যারা!

টাকার কারণেই রংপুর রাইডার্সকে বেছে নিয়েছেন যারা!

স্পোর্টস ডেস্ক: আগামী দুই নভেম্বর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসর।  বিপিএলের দল রংপুর রাইডার্সের প্রধান কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ টম মুডি।

মূলত রংপুর রাইডার্সের লোভনীয় প্রস্তাবের জন্যই বিপিএলকে বেছে নিয়েছেন সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। কারণ টম মুডিকে পাওয়ার জন্য মোটা অঙ্কের টাকাই ঢালতে হয়েছে রংপুরকে।  আর তা নিয়ে এবার ইংল্যান্ডের শীর্ষ দৈনিক গার্ডিয়ানের একটি প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

আর সেই একই কারণে বিপিএলকে বেছে নিয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার।  এছাড়াও দুই ইংলিশ পেসার ডেভিড উইলি এবং লিয়াম প্লাঙ্কেটও দক্ষিণ আফ্রিকান গ্লোবাল লিগের পরিবর্তে বিপিএল বেছে নিয়েছেন।  এদের মধ্যে বাটলার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলবেন।  ডেভিড উইলি খেলবেন রংপুরের হয়ে।  টম মুডির কারণেই মূলত রংপুরকে বেছে নিয়েছেন বাঁ-হাতি এই ইংলিশ অলরাউন্ডার।

এবারের বিপিএলে মালিকানা বদল করে রংপুর রাইডার্সের দায়িত্ব নিয়েছে বসুন্ধরা গ্রুপ।  এরপর থেকেই শুরু হয়েছে রংপুরকে নতুন রূপে সাজানোর কাজ।  বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ছাড়াও ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল ছাড়াও স্যামুয়েল বদ্রি এবং জনসন চার্লকে দলে ভিড়িয়েছে তারা।  অপরদিকে শোনা যাচ্ছে ডেভিড ওযার্নার ও ক্রিস মরিসের নামও।

দলটির প্রধান কোচ হিসেবে কাজ করবেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার টম মুডি।  আগামী তিন আসরের জন্য রংপুর রাইডার্সের প্রধান কোচের দায়িত্বে থাকবেন তিনি।  আর স্পিনারদের আরও বেশি কার্যকরী করে তুলতে স্পিন কোচ হিসেবে কাজ করবেন বাংলাদেশের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক।
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে