সোমবার, ২১ আগস্ট, ২০১৭, ০১:২৪:৫৫

প্রস্তুতি ম্যাচ ফতুল্লায় খেলতে রাজি না অস্ট্রেলিয়া

 প্রস্তুতি ম্যাচ ফতুল্লায় খেলতে রাজি না অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার একমাত্র প্রস্তুতি ম্যাচ হচ্ছেই না ।  ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম পরিদর্শন শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দেয় তারা এখানে খেলতে রাজি না।

বিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদ মাধ্যমকে এমনটি নিশ্চিত করেন।

বিসিবির কর্মকর্তারাসহ সকাল ৮টা ৫০ মিনিটে ফতুল্লা স্টেডিয়াম পরিদর্শনে আসেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথের নেতৃত্বে ৫ সদস্যের দল।  তারা
মাঠে নামেন এবং মাঠের অবস্থা পর্যবেক্ষণ করেন।  প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান করেন এবং নিজেরা মোবাইলে ছবি তুলে নিয়ে যান।  মাঠের বাইরে আউটার স্টেডিয়ামও দেখেন তারা কিন্তু তা ছিল সম্পূর্ণ জলমগ্ন।

২২ ও ২৩ আগস্ট দু’দিনের প্রস্তুতি ম্যাচের জন্য ফতুল্লাই ছিলো অস্ট্রেলিয়ার প্রথম পছন্দ।  বিকল্প ভেন্যু হিসেবে বিকেএসপিকে তৈরি রেখেছিলো বিসিবি।  তবে দুরত্বের জন্য সেখানে অজিরা খেলবে না তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিলো।

অস্ট্রেলিয়া সফরে ফতুল্লায় দু’দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা ছিলো।  কিন্তু, সম্প্রতি টানা বৃষ্টির প্রভাবে শেষ পর্যন্ত খেলা হবে কি না তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা! ২৭ আগস্ট মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট।  চট্টগ্রামে ৪ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে