বুধবার, ২৩ আগস্ট, ২০১৭, ১০:০৮:৩০

জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলতে যাত্রাপথে মাহমুদুল্লাহ রিয়াদ

জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলতে যাত্রাপথে মাহমুদুল্লাহ রিয়াদ

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিতস্কোয়াডে জায়গা পাননি বাংলাদেশ দলের অল-রাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তবেদলে সুযোগ না পেলেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলার সুযোগ পেয়েছেন তিনি। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ।সিপিএলে প্রথমবারের মতো ডাক পেয়ে বেশ উচ্ছ্বাসিত মাহমুদউল্লাহ।

এর আগে জ্যামাইকার হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেনসাকিব আল হাসান। বার্বাডোজের বিপক্ষে ব্যাট ও বল হাতে অবদান রেখে দলকেএনে দিয়েছেন ১২ রানের জয়। তবে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতির জন্য দেশে ফিরে আসতে হয়েছে এই অল-রাউন্ডারকে। অন্যদিকে সাকিবের পাশাপাশি সিপিএলে ডাক পেয়েছিলেন তরুণ অল-রাউন্ডার মেহেদী হাসানমিরাজ।

তবে ত্রিনবাগের জার্সি গায়ে মাঠে নামা হয়নি তার ফলে কোন ম্যাচ নাখেলেই দেশে ফিরে আসতে হয়েছে এই তরুণ অল-রাউন্ডারকে। এদিকে সিপিএলের চলমান আসরে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছেড়েছেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। মঙ্গলবার রাতে রিয়াদ তার নিজস্ব ফেসবুক পেইজ থেকে ওয়েস্ট ইন্ডিজ যাত্রার ব্যাপারে নিশ্চিত করেন। বিমানে বসে আছেন- এমন একটি ছবি যুক্ত করে রিয়াদ লিখেন, ‘ক্যারিবীয় দ্বীপের পথে যাত্রা’।

অবশ্য আসরের বাকি ম্যাচগুলোর সবকটিতে রিয়াদ খেলতে পারবেন কি না তা নিয়ে রয়েছে সংশয়। কেননা নির্বাচকরা রিয়াদকে বাদ দিয়ে যে দলটি ঘোষণা করেছেন সেটি কেবল অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টের জন্য। ঢাকা টেস্ট শেষে ঘোষণা করা হবে চট্টগ্রাম টেস্টের দল। সেখানে ডাক পেলে সিপিএল ফেলেই দেশে চলে আসতে হবে মাহমুদউল্লাহ রিয়াদকে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে