বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:০৫:৩৭

শিশুর গায়ে বল লাগায় ক্রিকেট খেলা নিষিদ্ধ ইতালির এক শহরে

শিশুর গায়ে বল লাগায় ক্রিকেট খেলা নিষিদ্ধ ইতালির এক শহরে

স্পোর্টস ডেস্ক: দুই বছর বয়সী এক শিশু গায়ে বল লাগায় ইতালির একটি শহরের পার্কে ক্রিকেট খেলা নিষিদ্ধ করা হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর বোলজানোর মেয়র রেনজো কারামাসচি শহরের পার্কগুলোতে ক্রিকেট খেলা নিষিদ্ধ করেছেন বলে খবর বিবিসির। শহরটি ক্রিকেটপ্রেমী আফগান এবং পাকিস্তান অভিবাসী অধ্যুষিত।

সম্প্রতি একটি পার্কের পাশে নিজ বাড়ির বেলকোনিতে দাঁড়িয়ে ছিলো শিশুটি। মাত্র ১শ মিটার দূরে পার্ক থেকে একটি ক্রিকেট বল এসে তার গায়ে লাগে। এরপর শিশুটির বাবা-মা মেয়রের কাছে ই-মেইলে এ বিষয়ে অভিযোগ করলে এ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেন বলে জানান মেয়র কারামাসচি।

পাকিস্তান এবং আফগানিস্তানের অভিবাসীরা ক্রিকেট পাগল হলেও ইতালির স্থানীয়রা এই খেলাটিতে তেমন আসক্ত নয়। শহরটির টেনিস কোর্ট এবং বেসবল ফিল্ডেও ক্রিকেট খেলা নিষিদ্ধ করতে যাচ্ছে নগর কর্তৃপক্ষ।

এ বিষয়ে পাকিস্তানি কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে খুব শীঘ্রই আলোচনায় বসবেন বলেও জানান কারামাসচি। ইতালির দৈনিক কোরাইরি দেলা সেরা'র প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালে দেশটির ব্রেসচিয়া শহরের উন্মুক্ত স্থানেও ক্রিকেট খেলা নিষিদ্ধ করা হয়।

২০১৫ সালের এক রিপোর্ট অনুযায়ী, বোলজানো শহরে প্রায় ৯০০ পাকিস্তানির বাস, আর পুরো প্রদেশে এ সংখ্যা প্রায় ৩ হাজার। এছাড়া প্রায় ১শ আফগানির বাস করে শহরটিতে।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে