শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:৫৭:২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে মাশরাফিকে নিয়ে ৫ প্রশ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে মাশরাফিকে নিয়ে ৫ প্রশ্ন

স্পোর্টস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ছিল শুক্রবার। পরীক্ষার হলে বসতেই পরীক্ষার্থীরা প্রশ্নপত্রে পেয়েছেন মাশরাফির নাম। একটি বা দুটি নয়, ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এসেছে মোট পাঁচটি প্রশ্ন।

প্যাসেজ আকারে প্রশ্নের শুরুতে মাশরাফির লড়াকু ক্যারিয়ার নিয়ে উল্লেখ করা হয় এবং বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের প্রশংসা করা হয়। এরপর সেই প্যাসেজ অনুসারে দেওয়া হয় পাঁচটি প্রশ্ন।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর বাইরের আরও ৭০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় ‘খ’ ইউনিটের ২০১৭-১৮ সেশনের ভর্তি পরীক্ষা। ২ হাজার ৩৬৩ টি আসনের বিপরীতে এবার পরীক্ষা দিয়েছেন ৩২ হাজার ৭৪৯ জন পরীক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে ১৪ জন পরীক্ষার্থী লড়েছেন এবারের পরীক্ষায়।

‘প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত এই বিশ্ববিদ্যালয়ে সব ইউনিট মিলিয়ে ৭ হাজার ১৬৩ টি আসনের বিপরীতে ২ লক্ষ ৬৩ হাজার ৩৯ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। ইতিপূর্বে ‘খ’ ইউনিট ছাড়াও আরও একটি ইউনিটের (‘গ’) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে