শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১১:৫১:৪৫

মাশরাফিকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইংলিশ প্রশ্ন

মাশরাফিকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইংলিশ প্রশ্ন

স্পোর্টস ডেস্ক: প্রায় প্রতিদিনই খবরের কাগজে নাম থাকে তার। গণমাধ্যমের সুবাদে তার লড়াইয়ের গল্পও অনেকের জানা। এবার মাশরাফি বিন মুর্তজা জায়গা পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে। ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে নিয়ে একটা প্রবন্ধ দেওয়া হয়েছে। যেখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয়েছে পরীক্ষার্থীদের।

‘খ’ ইউনিটের পরীক্ষার ইংরেজি অংশে মাশরাফিকে নিয়ে একটি প্রবন্ধ দেওয়া হয়েছে। যেখানে বাংলাদেশ অধিনায়কের ক্রিকেট ক্যারিয়ারের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। বর্ণনা দেওয়া হয়েছে মাশরাফির ইনজুরি, বাংলাদেশের ক্রিকেটে তার অবদান ও তার সফল অধিনায়কত্বের বিষয় নিয়ে।

মাশরাফির নেতৃত্বের বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তার নেতৃত্বে ২০১৫ সালে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো দলকে সিরিজ হারানো এবং সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে বাংলাদেশের খেলাসহ আরও কিছু বিষয় উল্লেখ করা হয়েছে প্রবন্ধটিতে। প্রবন্ধ থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয়েছে ঢাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক বলা হয় মাশরাফিকে। দলের অন্যান্য ক্রিকেটারদের চেষ্টা ও তার নেতৃত্ব গুণাবলীতে নতুন এক দলে পরিণত হয়েছে বাংলাদেশ। তবে ক্রিকেটে মাশরাফির পথচলাটা মোটেও সহজ ছিল না। ক্রিকেটের জন্য তার ত্যাগের কথা অনেকেরই জানা।

বারবার ইনজুরি তাকে পেছন থেকে টেনে ধরেছে। কিন্তু প্রতিবারই ইনজুরিকে হার মানিয়ে মাঠে ফিরে এসেছেন মাশরাফি। দুই-একবার নয়, ডান হাঁটুতে সাতবার অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে। তবুও হাল ছাড়েননি সাকিব-তামিম-মুশফিক-মুস্তাফিজদের এই পথ প্রদর্শক। হাঁটুতে গার্ড পরে এখনও লড়ে যাচ্ছেন দেশের জন্য।
এমটিনিউজ২৪ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে