শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:১১:৫৩

ভারতের বিপক্ষে মরণ-বাঁচন ম্যাচে যা করতে চান ডেভিড ওয়ার্নার

ভারতের বিপক্ষে মরণ-বাঁচন ম্যাচে যা করতে চান ডেভিড ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক: গত বৃহস্পতিবার ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হেরেছে অস্ট্রেলিয়া। আর এরই মধ্য দিয়ে বিদেশের মাটিতে টানা ১০টি একদিনের ম্যাচ হারার লজ্জার রেকর্ড গড়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সিরিজে ০–২ পিছিয়ে দল। রবিবার ইন্দোরে হেরে গেলেই সিরিজ খোঁয়াতে হবে। তাই মরণ-বাঁচন ম্যাচে প্রচুর রান চায় অস্ট্রেলিয়ান হাডহিটার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।  

চেন্নাই এবং কলকাতায় রান পাননি এই অজি ওপেনার। ভারতীয় স্পিনারদের সামনে অসহায় লাগছে অজি ব্যাটসম্যানদের। তাই যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদবদের সামলানোর জন্য নতুন দাওয়াই বের করেছেন ওয়ার্নার।  

ওয়ার্নার বলে দিলেন, আমাদের শুরুটা ভাল করতে হবে। ওপেনিং জুটিতে ভাল রান করতে পারলে স্পিনারদের বিরুদ্ধে সাহসী হওয়া যাবে। হাতে উইকেট থাকলে মিডল ওভারে সিঙ্গলস নিয়ে স্কোরবোর্ড সচল রাখতে পারব আমরা।

এরপরই ওয়ার্নারের সংযোজন, প্রথম দুটো ম্যাচেই দ্রুত কিছু উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিলাম। তবে এটাও মানতে হবে ভারতীয়রা দুর্দান্ত বল করছে। বিগত ১২ মাসে আমরা প্রায়শই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হচ্ছি। ’‌

চলতি সিরিজে দুটো ম্যাচে ওয়ার্নারের রান ২৫ এবং ১। ওয়ার্নার নিজের ব্যর্থতার কথা স্বীকার করে বলে গেলেন, সিনিয়র ব্যাটসম্যান হিসেবে রান করতে পারছি না। কোনও অজুহাত দেব না। এবার আমাদের ঘুরে দাঁড়াতেই হবে।
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে