রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ১০:১৭:৩২

আরেক খ্যাতিমান ফুটবলারকে হারাল বাংলাদেশ

আরেক খ্যাতিমান ফুটবলারকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: শামসুর রহমান শামসু ও আইনুলের পর আরও এক খ্যাতিমান ফুটবলারকে হারাল বাংলাদেশ। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলকিপার মোতালেব হোসেন দীর্ঘ দিন অসুখে ভোগার পর বোরবার বিকেলে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মোতালেব হোসেনের বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা এবং অসংখ্য হিতাকাঙ্ক্ষী রেখে গেছেন। মোতালেব হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাহউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী, ফেডারেশনের স্থায়ী কমিটির সদস্য ও অন্যান্য কর্মকর্তারা।

সত্তরের দশকের মাঝামাঝি সময়ে ঢাকার ক্লাব আবাহনী লিমিটেড, মোহামেডান লিমিটেড এবং রহমতগঞ্জ-অফিস দল বিজেআইসি ও সাধারণ বীমা ফুটবল ক্লাবে খেলেছেন খ্যাতিমান এই গোলরক্ষক। এশিয়ান গেমসে তিনি ছিলেন জাতীয় দলের অধিনায়ক।

খ্যাতিমান এই গোলরক্ষক ১৯৭৩ সালে বাংলাদেশের হয়ে মারদেকা টুর্নামেন্টে খেলতে মালয়েশিয়া সফর করেছিলেন। ১৯৭৫ সালেও মালয়েশিয়ার এই টুর্নামেন্টে খেলেছেন তিনি। একই বছর তিনি জাতীয় যুব দলের হয়ে খেলেছিলেন কুয়েতে অনুষ্ঠিত এশিয়ান যুব ফুটবলের আসরে। ১৯৮২ সালে খেলেছিলেন ঢাকার প্রেসিডেন্ট গোল্ডকাপ আসরে এবং দিল্লির এশিয়ান গেমসেও।

খেলাটা ছাড়ার পর কোচিং পেশায় নেমেছিলেন মোতালেব । গোল কিপিং কোচ হিসেবে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছিলেন ব্রাজিল, পশ্চিম জার্মানি ও মালয়েশিয়ায়। ১৯৯৩-২০০০ সাল পর্যন্ত ছিলেন জাতীয় দলের কিপিং কোচের দায়িত্বে।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে