বুধবার, ১১ অক্টোবর, ২০১৭, ০১:৩১:২১

৪-০ গোলে হেরে ইরানের গতির কাছে ভেঙে চুরমার জার্মান দুর্গ

৪-০ গোলে হেরে ইরানের গতির কাছে ভেঙে চুরমার জার্মান দুর্গ

স্পোর্টস ডেস্ক: ভারতের গোয়ায় এশীয় ফুটবলের পতাকা উঁচুতে তুলে ধরল ইরান। ইরানের গতির কাছে ভেঙে চুরমার জার্মান দুর্গ। মঙ্গলবার রাতে কিছুটা অপ্রত্যাশিতভাবে তারা ফুটবলে ইউরোপের সেরা দল জার্মানিকে হারিয়ে দিল ৪-০ গোলে। আপাতত জুনিয়র বিশ্বকাপে সবথেকে বড় অঘটন জার্মানির বিরুদ্ধে ইরানের চার গোলে জয়।

ইরানের ইউনিস ডেলফি প্রথমার্ধে দুটি গোল করেন। দ্বিতীয়ার্ধে ইরানের পক্ষে গোল করেন সায়াদ ও বদলি ভাহিদ। ইরানের তৃতীয় গোলটির ক্ষেত্রে অ্যাসিস্ট করেন ইউনিস ডেলফি। ইউনিস ও সায়াদকে রুখতে জার্মান ডিফেন্স কেঁপে যায়। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে জার্মান দলের পারফরম্যান্স কখনই খুব ভালো নয়। যদিও এরজন্য সিনিয়র পর্যায়ে ধারাবাহিকতা দেখাতে অসুবিধা হয়নি জার্মানদের। তবে এশিয় চ্যাম্পিয়নদের বিরুদ্ধে চার গোলে হার জার্মান ফুটবলের ক্ষেত্রে বড় ধাক্কা।

জার্মান কোচ ক্রিশ্চিয়ান জানিয়েছেন, ‘প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় ম্যাচে আমরা প্রত্যাশামতো খেলতে পারিনি। ছেলেরা এদিনও নার্ভাস ছিল। ভেবেছিলাম গোয়ার আবহাওয়ার সঙ্গে ছেলেরা কিছুটা ধাতস্থ হয়ে গিয়েছে। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ হয়েছে। ইরান দলটি ট্যাকটিক্যাল গেম খেলে।

এশীয় প্রতিপক্ষ বলে গোয়ার আবহাওয়া ওরা আমাদের থেকে ভালো জানে। তবে এটা হারের অজুহাত হতে পারে না। দুই ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে ইরান নক আউট পর্বে চলে গেল। প্রথম ম্যাচে তারা হারিয়েছিল গিনিকে। আগামী ১৩ অক্টোবর জার্মানি খেলবে গিনির বিরুদ্ধে। নক আউটে যেতে হলে সেদিন বড় ব্যবধানে জিততে হবে। এদিন কোস্টারিকা ও গিনি ম্যাচটি ২-২ গোলে শেষ হয়েছে। তাই বড় ব্যবধানে হারলেও গ্রুপে তৃতীয় হলেও জার্মানির নক আউটে যাওয়া নিশ্চিত। জার্মানি সন্ধ্যা আটটায় শেষ ম্যাচ খেলবে গিনির বিরুদ্ধে। তাই অঙ্ক কষে খেলতে পারবে তারা।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে