বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭, ০৬:৩৯:২৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুস্তাফিজের গোল্ডেন ডাক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুস্তাফিজের গোল্ডেন ডাক

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারার পর ওয়ানডে সিরিজকে সামনে রেখে আজ প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ।   টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আর এই ম্যাচে ফিরে বাংলাদেশকে দুর্দান্ত ব্যাটিং উপহার দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।   তুলে নেনে অর্ধশতক।   তবে সাকিবের পর এবার অর্ধশতকের দেখা পেলেন সাব্বির রহমান।

কিন্তু অর্ধশতকের পর মাঠে থাকতে পারেননি বেশিক্ষণ।  ব্যক্তিগত ৫২ রানেই সাজঘরে ফেরেন তিনি।  নাসির আউট হোন মাত্র ১২ রান করেই। এরপরে মাশরাফি ২০ বলে ১৭ রান এবং মোস্তাফিজ করেন গোল্ডেন ডাক।  ক্রিজে অপরাজিত থাকেন সাইফুদ্দিন১৩(১৯)।  আর ৪৮ ওভারেই অলাউট হয় বাংলাদেশ। আর তাতেই সাউথ আফ্রিকার সামনে ২৫৬ রানের টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশ।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে