সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭, ০৯:২০:১৯

বাংলাদেশ দলের জন্য বড় দু:সংবাদ, আর দেখা যাবে না মুস্তাফিজকে!

 বাংলাদেশ দলের জন্য বড় দু:সংবাদ, আর দেখা যাবে না মুস্তাফিজকে!

স্পোর্টস ডেস্ক: পুরো ম্যাচ জুড়ে কোন উইকেট নেই।  পরাজয়ের বিশ্বরেকর্ড।  গতকাল রবিবার স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটে দুঃস্বপ্নের হারের পরপরই খবর এলো ইনজুরিতে আক্রান্ত হওয়ায় বাকি সিরিজ থেকেই ছিটকে যাচ্ছেন টাইগরার কাটার স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমান।

শনিবার কিম্বার্লিতে অনুশীলনের সময় পা মচকে যায় মুস্তাফিজের।  ফলে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামা হয়নি লাল-সবুজের ক্রিকেটের অন্যতম সেরা এই বোলারের।

রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ শেষে মুস্তাফিজুরের ছিটকে যাওয়ার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্ত্তজা নিজেই।

তিনি বলেছেন, ওর যখন থেকে চোট লেগেছে তখন থেকেই জানি ও আউট অব দ্য টুর্নামেন্ট।  ও এই সিরিজ থেকে পুরোপুরি বাদ।  তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য আসেনি।  কারণ মুস্তাফিজুরের ছিটকে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণাটি আসবে তার স্ক্যান রিপোর্টের পর।

সোমবার কেপ টাউন যাবে টিম বাংলাদেশ।  সেখানে মুস্তাফিজুরের স্ক্যান করা হবে।  স্ক্যান শেষে তার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানাবে টিম ম্যানেজমেন্ট।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে