মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭, ১১:২৩:৩০

বিশ্ব ফুটবলে এক নম্বর থেকে শীর্ষ দশে রয়েছে যেসব দেশ

 বিশ্ব ফুটবলে এক নম্বর থেকে শীর্ষ দশে রয়েছে যেসব দেশ

স্পোর্টস ডেস্ক: ফিফা র‌্যাঙ্কিংয়ে অপরিবর্তিত রয়েছে শীর্ষ ছয় দলের অবস্থান। গতকাল সোমবার প্রকাশিত সবশেষ র‌্যাঙ্কিংয়ে টানা দ্বিতীয় মাসের মতো সবার উপরে তথা এক নম্বরে আছে জার্মানি।

এরপর যথাক্রমে রয়েছে ব্রাজিল, পর্তুগাল, আর্জেন্টিনা, বেলজিয়াম এবং পোল্যান্ড। একধাপ উপরে উঠে ফ্রান্সের অবস্থান সপ্তম। তিন ধাপ উপরে উঠে ফরাসিদের পরে রয়েছে স্পেন। দলগুলো ইতোমধ্যে আগামী বছর অনুষ্ঠেয় রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে।
 
চিলি নবম অবস্থানে থাকলেও তারা বিশ্বকাপের টিকিট পায়নি। দশম অবস্থানে থাকা পেরুকে ওশেনিয়া অঞ্চলের বাছাইপর্বের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের সঙ্গে প্লেঅফ খেলে মূলপর্ব নিশ্চিত করতে হবে। এদিকে র‌্যাঙ্কিংয়ে আগের অবস্থান ১৯৬ নম্বরেই আছে বাংলাদেশ।
১৭ অক্টোবর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে