মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭, ০২:২৮:৩৯

বার্সেলোনায় দীর্ঘ ১৩টি বছর কাটিয়ে সম্মান পেলেন মেসি

 বার্সেলোনায় দীর্ঘ ১৩টি বছর কাটিয়ে  সম্মান পেলেন মেসি

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনায় দীর্ঘ ১৩টি বছর কাটিয়ে দিলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। দল বদলের যুগে মেসি টাকার প্রতি দৌড়ধাপ তেমন লক্ষ্য করা যায়নি। নিজ ক্লাব বার্সেলোনায় ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত সেরা সময়ের মধ্যদিয়েই যাচ্ছেন লিওনেল মেসি।  

খুব কম সময়ই তাকে অফফর্মে কাটাতে হয়েছে। নিজেকে কখনোই প্রমাণ করতে হয়নি। জাতীয় দলে কিছুটা অস্বস্তি থাকলেও ক্লাবের ফুটবলে পারফরম্যান্সের বিচারে মাথা নিচু করতে হয়নি একটিবারও।

পেশাদারী ফুটবলে এখন পর্যন্ত ক্লাব বার্সেলোনার হয়েই খেলছেন মেসি। যুব বয়সের ফুটবলও স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির হয়ে শুরু করেছিলেন। যেখানে কাতালানদের মূল দলে অভিষেক হওয়ার পর কাটিয়ে দিলেন দীর্ঘ ১৩টি বছর।

বার্সার একাডেমিতে থাকতেই বেশ নজর কেড়েছিলেন মেসি। ফলে মূল দলে আসতে তাকে কোনো কষ্টই করতে হয়নি। ২০০৪ সালের ১৬ অক্টোবর লা লিগার ম্যাচে এসপানিওলের বিপক্ষে অভিষেক হয় ভিন গ্রহের এ তারকার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি একটিবারও।

দীর্ঘ ১৩ বছর বার্সার হয়ে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ৫৯৫টি ম্যাচ।  যেখানে অবিশ্বাস্যভাবে তুলে নিয়েছেন ৫২১টি গোল। ক্লাবটির হয়ে জিতেছেন রেকর্ড ২৯টি শিরোপা।

বার্সার পাশাপাশি এ সময় নিজ দেশ আর্জেন্টিনার হয়েও রেকর্ড গোলদাতা হয়েছেন। যার ফল স্বরূপ জিতেছেন সর্বোচ্চ পাঁচবার ব্যালন ডিঅরের ট্রফি।

মেসির অভিষেকের ১৩ বছর পূর্তিতে তাকে স্মরণ করেছে বার্সেলোনা। ক্লাবটির অফিসিয়াল টুইটার পেজে একাডেমিতে থাকাকালীন কিছু ভিডিও দিয়েছেন। যেখানে কিশোর বয়সেই সে কি দুর্দান্ত ছিলেন তার প্রমাণ পাওয়া যায়।
১৭ অক্টোবর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে