শনিবার, ২১ অক্টোবর, ২০১৭, ০৮:৩৮:১৭

মুশফিকের সেঞ্চুরি মনে ধরেছে ম্যাকেঞ্জির

মুশফিকের সেঞ্চুরি মনে ধরেছে ম্যাকেঞ্জির

স্পোর্টস ডেস্ক :  বাংলাদেশ দলের জন্য দক্ষিণ আফ্রিকায় পারফর্ম করা সহজ নয়। অচেনা কন্ডিশনে কোন রকম প্রস্তুতি ছাড়াই সফরে এসে এখন পর্যন্ত জয়ের মুখ দেখতে পারেনি বাংলাদেশ দল।

কিছু ব্যক্তিগত পারফর্মেন্স ছাড়া দলের অর্জন শুন্য বললে ভুল হবে না। তবে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি বাংলাদেশের এহেন পারফর্মেন্সের মাঝেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন। মুশফিকের সেঞ্চুরি মনে ধরেছে তার ।

‘উপমহাদেশের দল গুলোর জন্য এখানে খেলা কঠিন। যদিও দক্ষিণ আফ্রিকার মূল ভেন্যু গুলোতে খেলা হচ্ছে এই সিরিজে। তবে বাংলাদেশের জন্য পুরো সিরিজ যে বাজে গেছে তা কিন্তু না। মুশফিকুর রহিম প্রথম ওয়ানডেতে দারুন সেঞ্চুরি করেছে।

এটাই দরকার আসলে, বড় ক্রিকেটারদের বড় মঞ্চে পারফর্ম করা। তার হ্যামস্ট্রিংয়ে কিছুটা সমস্যা হয়েছিল কিন্তু সে বলের সাথে পাল্লা দিয়ে রান তুলেছে।’

তার মতে, প্রতিপক্ষ দলের ব্যাটিং লাইন আপে ডি ভিলিয়ার্সের মত ব্যাটসম্যান থাকলে যে কোন দলের বোলারদের কাজ কঠিন হয়ে পড়তে বাধ্য। তার উপর তাহির-রাবাদার মত বিশ্বের অন্যতম সেরা বোলারদের নিয়ে সাজানো বোলিং আক্রমন সামলানো সহজ নয় বলে দাবি ম্যাকেঞ্জির।

সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আসলে এবি ডি ভিলিয়ার্সের মত ব্যাটসম্যান যখন রান তোলা শুরু করে তখন কাজটা যে কোন দলের জন্যই কঠিন হয়ে যায়।

২৭০-৮০’র মত স্কোরকে মুহূর্তেই ৩৫০ রানে নিয়ে যেতে পারেন তিনি। একই সাথে দলে যখন রাবাদা ও তাহিরে বিশ্বের সেরা দুই বোলার থাকবে, তখন প্রতিপক্ষ দলের জন্য বড় স্কোর তাড়া করা সহজ নয়।’

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে